1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দুর্নীতি হয়নি’

৯ আগস্ট ২০১২

পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে ঘুস দাবির অভিযোগ অস্বীকার করেছেন যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুইয়া৷ তিনি বলেন, স্বার্থান্বেষী এক মহল বিশ্ব ব্যাংককে ভুল বুঝিয়ে জটিলতা সৃষ্টি করেছে৷

https://p.dw.com/p/15lxA
ছবি: Fotolia/Gordon Bussiek

পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক যে দুর্নীতির অভিযোগ করেছে, তারই তদন্তের অংশ হিসেবে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুইয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক৷ দুদক'এর একটি তদন্ত দল তাঁকে বুধবার টানা দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে৷ জিজ্ঞাসাবাদের পর তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন যে, পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হয়নি৷ তিনি বলেন, বাংলাদেশেরই একটি স্বার্থান্বেষী মহল বিশ্ব ব্যাংককে ভুল বুঝিয়েছে৷ আর তাতেই জটিলতার সৃষ্টি হয়েছে৷

পরামর্শকের কাজ পাইয়ে দিতে ক্যানাডার প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কাছে কমিশন চাওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি৷ তিনি দাবি করেন, বিশ্ব ব্যাংক তাঁর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগই করেনি৷ তিনি জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বেচ্ছা ছুটিতে থাকবেন৷

দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানান, এ পর্যন্ত তারা ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন৷ তবে এখনও সাবেক যোগাযোগমন্ত্রী সৈযদ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়নি৷ গোলাম রহমান বলেন, বিশ্ব ব্যাংক যদি পদ্মা সেতু প্রকল্পে ঋণের বিষয় নিয়ে সরকারের সঙ্গে সমঝোতায় আসে তাহলে দুর্নীতি তদন্তে বিশ্ব ব্যাংকের প্যানেলের সঙ্গে কাজ করবে দুদক৷ অন্যথায় নয়৷

এদিকে বাংলাদেশ ব্যাংক পদ্মা সেতু নির্মাণে দেশের সাধারণ মানুষের অনুদান নিতে সব তফসিলি ব্যাংককে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে৷ ‘স্বেচ্ছা অনুদান সহায়তা' নামের এই অ্যাকাউন্টে সাধারণ মানুষের অনুদান জমা নিয়ে তা সোনালী ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে পাঠাতে বলা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য