1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদত্যাগের সিদ্ধান্ত নিলেন পোপ

১১ ফেব্রুয়ারি ২০১৩

পোপ ষোড়শ বেনেডিক্ট রোমান ক্যাথলিক চার্চের প্রধানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন৷ বাড়তি বয়সের কারণে এই সিদ্ধান্ত তাঁর৷ আগামী ২৮শে ফেব্রুয়ারি রাত থেকে পোপের পদত্যাগ কার্যকর হবে৷

https://p.dw.com/p/17c3P
REFILE - CORRECTING COUNTRY IN BYLINE Pope Benedict XVI waves during a mass conducted by Cardinal Tarcisio Bertone, for the 900th anniversary of the Order of the Knights of Malta at the St. Peter Basilica in Vatican February 9, 2013. REUTERS/Alessandro Bianchi (VATICAN - Tags: RELIGION)
পোপ ষোড়শ বেনেডিক্টছবি: Reuters

পোপের এই বিস্ময়কর সিদ্ধান্তে হতবিহ্বল অনেকে৷ সোমবার ভ্যাটিকানে কার্ডিনালদের সঙ্গে বৈঠকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান পোপ ষোড়শ বেনেডিক্ট৷ বয়সের ভারে শারীরিক অক্ষমতাকে এজন্য দায়ী করেন তিনি৷ বেনেডিক্ট জানিয়েছেন, তাঁর পদত্যাগ প্রয়োজন কেননা তিনি তাঁর দায়িত্ব আর পালন করতে পারছেন না৷

বয়সের কারণ উল্লেখ করে পোপ বলেন, ‘‘এই কারণে এবং এই কর্মকাণ্ডের গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন হয়েই আমি স্বাধীনভাবে ‘মিনিস্ট্রি অফ বিশপ অফ রোম' ত্যাগের ঘোষণা করছি, সেন্ট পিটারের উত্তরসূরি হিসেবে৷'' এক বিবৃতিতে ভ্যাটিকান সিটি পোপের এই বক্তব্য প্রকাশ করেছে৷ ল্যাটিন ভাষায় এই বক্তব্য প্রদান করেন পোপ৷

FILES - Picture taken on August 28, 2006 shows German Chancellor Angela Merkel meeting Pope Benedict XVI in Castegandolfo outside Rome in Italy. Pope Benedict XVI and German Chancellor Angela Merkel spoke on the telephone to try to put a row over a Holocaust-denying bishop behind them, the two said in a joint statement on February 8, 2009. AFP PHOTO POOL / ARTURO MARI / OSSERVATORE ROMANO (Photo credit should read ARTURO MARI / OSSERVATORE ROMANO/AFP/Getty Images)
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে পোপ ষোড়শ বেনেডিক্টছবি: Getty Images

এদিকে, ভ্যাটিকান মুখপাত্র ফেডরিকো লম্বার্ডি জানিয়েছেন, চলতি মাসের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন প্রধান যাজক৷ তিনি বলেন, ‘২৮ ফেব্রুয়ারি গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাতটায় মন্ত্রণালয় ত্যাগের ঘোষণা দিয়েছেন পোপ৷'

ধারণা করা হচ্ছে, আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ‘কলেজ অফ কার্ডিনাল' পোপের উত্তরসূরি নির্ধারণ করবেন৷

এখানে বলা প্রয়োজন, ২০০৫ সালের ১৯ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন পোপ বেনেডিক্ট৷ সেই সময় থেকে জার্মানিতে জন্ম নেওয়া এই পোপ বিভিন্ন ইস্যুতে তাঁর বিতর্কিত অবস্থানের কারণে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েন৷ মেয়েরা যাজক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে পারবে কিনা এবং মানবিক যৌনতা বিষয় বিতর্কে জড়িয়ে সমালোচনার শিকার হন পোপ৷

এদিকে, পোপের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার প্রতিক্রিয়ায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুখপাত্র জানিয়েছেন, ‘‘ক্যাথলিক চার্চের জন্য জীবনভর কাজ করা এই পবিত্র পিতার প্রতি জার্মান সরকারের সর্বোচ্চ সম্মান রয়েছে৷''

নিয়মিত সরকারি সংবাদ সম্মেলনে চ্যান্সেলরের মুখপাত্র স্টেফেন সাইব্যার্ট বলেন, ‘‘একজন খ্রীষ্টান এবং ক্যাথলিক হিসেবে, এই বিষয়ে আবেগ এবং হতাশার অনুভূতি নিয়ে প্রতিক্রিয়া জানানো স্বাভাবিক৷''

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আধ্যাত্মিক নেতা হিসেবে পোপকে কোটি কোটি মানুষ স্মরণ করবে৷ আমি তাঁকে আমার পক্ষ থেকে শুভ কামনা জানাচ্ছি৷ ভ্যাটিকানের সঙ্গে ব্রিটেনের সম্পর্ককে আরো নিবিড় করতে বিরামহীনভাবে কাজ করেছেন তিনি৷ এক বিবৃতিতে এসব কথা বলেন ক্যামেরন৷

এআই / এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য