1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন

৭ সেপ্টেম্বর ২০১২

নির্বাচন থেকে দু মাস দূরে৷ চার বছর আগে কী কী বলেছেন আর কী কী করতে পেরেছেন তার হিসেব কষে প্রতিপক্ষ আক্রমণ চালাচ্ছে, সে আক্রমণ সামলে, আশার কথা তো শোনাতে হবেই৷ তা-ই শোনালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

https://p.dw.com/p/164rL
U.S. President Barack Obama is joined onstage by first lady Michelle Obama and his daughters Sasha (2nd R) and Malia (R) after accepting the 2012 U.S Democratic presidential nomination during the final session of the Democratic National Convention in Charlotte, North Carolina, September 6, 2012. REUTERS/Adrees Latif (UNITED STATES - Tags: ELECTIONS POLITICS)
US Wahl Barack Obama Parteitagছবি: Reuters

বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে অবশ্য অতীতকে একেবারে ভুলে বা অস্বীকার করে আশার বাণী শোনাননি মার্কিন প্রেসিডেন্ট৷ বরং কিছু কাজে ব্যর্থতার কথা স্বীকার করেই জানিয়েছেন চার বছর আগে মিথ্যা আশ্বাস দেননি, এখনো দিচ্ছেন না, ‘‘অ্যামেরিকা, আমি কখনোই বলিনি এ যাত্রা সহজ হবে৷ এখনো তেমন কিছু বলব না৷ হ্যাঁ, পথ কঠিনই আমাদের, কিন্তু এ পথ উন্নততর গন্তব্যেই নিয়ে যাবে আমাদের৷ হ্যাঁ, আমাদের এ পথ দীর্ঘ, তবে যদি একসাথে চলি, যদি উল্টো পথ না ধরি, তাহলে আমরা কেউ পেছনে পড়ে থাকব না৷''

এসিবি / জেডএইচ (এএফপি)