1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রান্সঅ্যাটলান্টিক বাণিজ্য চুক্তি

মাটিয়াস ব্যোলিংগার/আরবি১৫ আগস্ট ২০১৪

জার্মানিতে ‘ফেয়ার ট্রেড’ বা ন্যায্য বাণিজ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ তবে ইউরোপ ও অ্যামেরিকার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখা দেওয়ায় সংশ্লিষ্টরা উদ্বিগ্ন৷

https://p.dw.com/p/1Cuhp
Fair Trade Produkte
ছবি: DW/J. Schmeller

গত দশ বছরে ‘ফেয়ার ট্রেড' পণ্য বিক্রির পরিমাণ প্রায় আট গুণ বৃদ্ধি পেয়েছে৷ ২০০৪ সালে জার্মানরা ৯৯ মিলিয়ন ইউরোর ফেয়ার ট্রেড পণ্য কিনেছেন৷ ২০১৩ সালে এই অঙ্কটা দাঁড়িয়েছে ৭৮৩ মিলিয়নে৷ ‘‘ন্যায়সংগত বাণিজ্যে মানুষের আস্থা অগাধ৷'' আনন্দের সাথে বলেন ন্যায্য বাণিজ্য ফোরামের ব্যবস্থাপনা পরিচালক মানুয়েল ব্লেন্ডিন৷ তবে সামগ্রিকভাবে জার্মানিতে দক্ষিণের দেশগুলি থেকে ন্যায্য বাণিজ্য পণ্যের ক্ষুদ্র একটা অংশই আমদানি করা হয়৷ এক্ষেত্রে কফির কথা উল্লেখ করা যায়৷ ন্যায্য পণ্যের বাণিজ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দ্রব্য হলো কফি৷ কিন্তু জার্মানিতে কেনা কফির মাত্র তিন শতাংশ ‘ফেয়ার ট্রেড' সিলযুক্ত৷

মুক্তবাণিজ্যচুক্তি উদ্বেগের কারণ

বিভিন্ন দেশ ও বিশ্ববাণিজ্য সংস্থার মধ্যে মুক্তবাণিজ্য চুক্তির হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছে ফেয়ার ট্রেড সংস্থাগুলি৷ বিশেষ করে ইউরোপ ও অ্যামেরিকার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা, সংক্ষেপে টিটিআইপি চিন্তার উদ্রেক করছে তাদের৷ অ্যামেরিকার শিল্পোন্নত কৃষিবিভাগের সঙ্গে অসম প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে বলে আশঙ্কা তাদের৷ মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের ওপর আমদানি শুল্ক বাতিল হয়ে গেলে দক্ষিণের দেশগুলি দারুণ অসুবিধায় পড়বে৷

আফ্রিকা ও দক্ষিণ অ্যামেরিকার কিছু দেশকে ইউরোপ আমদানি ক্ষেত্রে যে সব সুযোগ-সুবিধা প্রদান করছে, সে সব অচল হয়ে যেতে পারে৷ বলেন পরিবেশ ও উন্নয়ন ফোরামের মুখপাত্র ইউর্গেন মায়ার৷ ‘‘এইরকম হলে আমরা উন্নয়নশীল দেশগুলি থেকে সরে এসে ট্রান্সঅ্যাটলান্টিক বাণিজ্যের দিকে ঝুঁকে পড়বো৷''

ক্ষুদ্র চাষিদের সহায়তায় অঙ্গীকারবদ্ধ

ফেয়ার বাণিজ্য ফোরামের ছত্রতলে একত্রিত হয়েছে ওয়ার্ল্ড ফেয়ার ট্রেডের সার্টিফিকেটধারী কয়েকটি প্রতিষ্ঠান, আমদানিকারক, ডিস্ট্রিবিউশন কোম্পানি ও দোকানপাট৷ তারা বিশেষ করে ক্ষুদ্র চাষিদের তাঁদের উত্পাদিত পণ্যের জন্য নির্দিষ্ট মূল্য দিতে ও সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ৷ এর পরিবর্তে বিশেষ সিল ব্যবহার করতে পারে প্রতিষ্ঠানগুলি৷ এইসব উত্পাদন দ্রব্য জার্মানির বিশেষ কিছু দোকানে ও সুপার মার্কেটেও পাওয়া যায়৷ বিশেষ করে হোটেল রেস্তোরাঁয় এই সব পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে৷ বলেন ব্লেন্ডিন৷ আট ভাগের এক ভাগ ন্যায্য বাণিজ্যের পণ্য সরাসরি রেস্টুরেন্ট ও ক্যাফেতে যায়৷ ফেয়ার ট্রেডের খাদ্যদ্রব্য ছাড়াও পাওয়া যায় আসবাবপত্র ও পোশাক-আশাক৷ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হলো কৃষিজাত উত্পাদন৷ প্রথম স্থানে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ফলমূল এরপরই কফি ও কোকোর স্থান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য