1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আব্দুস সালাম

৪ আগস্ট ২০১২

‘ঈশ্বর কণা’ নিয়ে ক’দিন আগে সারা বিশ্বে বেশ হৈচৈ হয়ে গেল৷ অথচ এই কণা আবিষ্কারের পেছনে অন্যতম অবদান যাঁর, সেই আব্দুস সালামকে নিয়ে তাঁর নিজের দেশ পাকিস্তানে কোনো আলোচনা নেই৷ কিন্তু কেন?

https://p.dw.com/p/15jq0
ছবি: Courtesy ICTP Photo Archives

এর কারণ, আব্দুস সালাম আহমদিয়া সম্প্রদায়ের লোক৷ ১৯৭৩ সালে পাকিস্তানে এই সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয়৷ এর প্রতিবাদে আব্দুস সালাম দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন৷ সেখানে থাকতেই ১৯৭৯ সালে প্রথম পাকিস্তানি হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি৷

সম্প্রতি ইউরোপীয় বিজ্ঞানীরা ‘হিগস বোসন' কণার মতো আরেকটি কণার অস্তিত্বের কথা জানানোর পর, আব্দুস সালামের নাম গণমাধ্যমের আলোচনায় উঠে আসে৷ কিন্তু পাকিস্তান তাঁর ব্যাপারে একেবারে নিরব৷

এ ব্যাপারে লন্ডন ভিত্তিক এক বিশেষজ্ঞ আমিন মুঘল ডিডাব্লিউ'কে বলেন, ‘‘পাকিস্তান মনে করছে আব্দুস সালামের সফলতা নিয়ে আলোচনা করা মানে তাঁকে ও তাঁর আহমদিয়া সম্প্রদায়কে সমর্থন করা৷''

আরেক বিশেষজ্ঞ হংকং ভিত্তিক ‘এশিয়ান হিউম্যান রাইটস কমিশন'-এর ঊর্ধ্বতন গবেষক বশির নাভিদের মতে, আব্দুস সালামের প্রশংসা করে পাকিস্তান সরকার মৌলবাদীদের বিরাগভাজন হতে চায় না৷

অবশ্য নাভিদের সঙ্গে একমত নন মুঘল৷ তিনি মনে করেন, বিষয়টা যতটা না ধর্মীয়, তার চেয়ে বেশি রাজনৈতিক৷ মুঘলের মতে, কিছুদিন আগেও আহমদিয়ারা পাকিস্তানে বেশ প্রভাবশালী ছিল৷ সুন্নিরা চায়, যেভাবেই হোক তাদেরকে দমিয়ে রাখতে৷

নোবেল জয়ী আব্দুস সালাম পাকিস্তানিদের কাছে জনপ্রিয় না হলেও দেশটির পরমাণু বোমার জনক ড. আব্দুল কাদের খান তাদের কাছে ‘নায়ক'-এর মতো৷ যদিও ২০০৪ সালে এক স্বীকারোক্তির কারণে তৎকালীন স্বৈরশাসক পারভেজ মুশাররফ কাদের খানকে গৃহবন্দি রেখেছিলেন৷ ইরান ও উত্তর কোরিয়ার কাছে পরমাণু বোমা বানানোর প্রযুক্তি হস্তান্তরের কথা স্বীকার করেছিলেন তিনি৷

পাকিস্তানের উদারপন্থী বিশেষজ্ঞরা মনে করেন, সরকার মৌলিক বিজ্ঞান চর্চার জন্য অর্থ বরাদ্দ না দিয়ে ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী৷

নাভিদ বলেন, পাকিস্তানের বিজ্ঞান উন্নয়নে গবেষণার কাজ প্রায় থেমে গেছে৷ সংখ্যালঘু সম্প্রদায়ের বিজ্ঞানীরা ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন৷ আর যাঁরা আছেন তাঁরাও তাঁদের জীবন নিয়ে শঙ্কিত৷

প্রতিবেদন: শামিল শামস / জেডএইচ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য