1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের স্বাক্ষ্য প্রমাণ

৬ নভেম্বর ২০১০

জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ’৭১-এ যুদ্ধাপরাধের যথেষ্ট স্বাক্ষ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত কর্মকর্তারা৷ তদন্ত কর্মকর্তারা তাঁর গ্রামের বাড়ি পাবনায় গিয়ে তদন্ত করছে৷

https://p.dw.com/p/Q0aA
Jamaat, Bangladesh, Maolana, Motiur, Rahman, Nijamee, Ali, Ahsan Muhammad Mujaheed, জামায়াত, আমীর, মাওলানা, মতিউর রহমান নিজামী,
ফাইল ছবিছবি: Harun Ur Rashid Swapan

২১ সদস্যের তদন্ত দল এখন পাবনা এলাকায় অবস্থান করছে৷ তারা পবনার সাথিয়া, পাকশী, ঈশ্বরদী, ঈশ্বরদী রেল ষ্টেশন ও পাতিলা খালি এলাকা পরিদর্শন করেছেন৷ পরিদর্শন করেছেন ৩টি গণকবর৷ প্রত্যক্ষদর্শীরা তদন্ত দলকে জানিয়েছেন, পাবনা এলাকায় '৭১-এর গণহত্যায় নিজামীসহ আরো অনেক জামায়াত নেতা জড়িত ছিলেন৷

নিজামী সপ্তাহে দু'দিন ঢাকা থেকে পাবনায় গিয়ে নির্দেশনা দিতেন৷ তাঁর সঙ্গে থাকতেন মুজাহিদ৷ মাওলানা আব্দুস সোবহানসহ অন্যান্য স্বাধীনতা বিরোধীরা নিজামীর নির্দেশ বাস্তবায়ন করতেন৷ নিজামীর বাড়ি পাবনার সাথিয়া এলাকায়৷

তদন্ত দলের সদস্য এএসপি আব্দুর রাজ্জাক জানান, পাবনায় গণহত্যায় জড়িতদের নাম এবং প্রত্যক্ষদর্শী স্বাক্ষ্য পাওয়া গেছে৷ তিনি জানান ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের আগে তাঁরা শীর্ষ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করতে চান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য