1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নিছক গাফিলতি থেকে সুন্দরবনে দুর্ঘটনা’

২৫ ডিসেম্বর ২০১৪

নিছক গাফিলতি থেকে সুন্দরবেন তেল দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের ভারতীয় শাখার সুন্দরবন বিশেষজ্ঞ ড. অনুরাগ দাঁড়া৷ তিনি মনে করেন, তেল ছড়িয়ে পড়ার ক্ষতি দীর্ঘমেয়াদি৷

https://p.dw.com/p/1EA2M
Ölteppich bedroht Weltnaturerbe in Bangladesch
ছবি: STRDEL/AFP/Getty Images

ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সুন্দরবনে তেল দুর্ঘটনার প্রেক্ষিতে কি ধরনের ক্ষতি হতে পারে তা জানিয়েছেন ড. অনুরাগ দাঁড়া৷ তিনি বলেন, ‘‘যেসব মানুষ দুর্ঘটনাসংশ্লিষ্ট অঞ্চলে মাছ এবং কাকড়া ধরে জীবন নির্বাহ করতেন, তেলের কারণে তাঁরা সরাসরি এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন৷''

সুন্দরবনের মধ্যে শীতকালে ঘন কুয়াশা পরে৷ তাই রাতের বেলা এবং ভোরে সেই কুয়শার মধ্যে বনের ভারতীয় অংশে জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে ভারত, জানান ড. দাঁড়া৷ অথচ বাংলাদেশ এক্ষেত্রে বেশ উদাসীন৷ আর সেই গাফিলতি থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি৷

Bangladesch Tankerunglück bedroht weltgrößten Mangrovenwald
পানিতে ভেসে রয়েছে তেল...ছবি: STR/AFP/Getty Images

ড. দাঁড়া জানান, ভারত সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে৷ বাংলাদেশও এটা করতে পারে৷ তবে সেক্ষেত্রে বিকল্প নদীপথ খুঁজে পাওয়া যে কঠিন তাও স্বীকার করেছেন এই বিশেষজ্ঞ৷

এদিকে, সুন্দরবনের তেল দুর্ঘটনার ভয়াবহতা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন আরতি কুমার রাও৷ ভারতীয় এই আলোকচিত্রী গত কয়েকদিন ধরেই সুন্দরবনের তেল ছড়িয়ে পড়ার বিভিন্ন তথ্য প্রকাশ করছেন ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রামে৷ তাঁর এসব পোস্ট তেল দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ভালো ভূমিকা রাখছে৷

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর, মঙ্গলবার ভোরের দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাছে শেলা নদীতে সাড়ে তিন লাখ লিটারের ফার্নেল ওয়েলবাহী ট্যাংকার ডুবির পর, ছড়িয়ে পড়েছে তেল৷ ছড়িয়ে পড়া তেল সরিয়ে নিতে এখন অবধি কোনো আধুনিক পন্থা ব্যবহার করা হয়নি৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান