1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজ ওয়েবসাইটের ক্লিক বাড়াচ্ছে ফেসবুক

১০ মে ২০১১

বিশ্বের সেরা নিউজ ওয়েবসাইটগুলোর গুরুত্ব আরো বাড়াচ্ছে ফেসবুক৷ কীভাবে? হাফিংটন পোস্ট কিংবা নিউ ইয়র্ক টাইমসের মত ওয়েবসাইটগুলোর আট থেকে ছয় শতাংশ ক্লিকের উৎস ফেসবুক৷ এক্ষেত্রে টুইটার বেশ পিছিয়ে৷

https://p.dw.com/p/11Cm1
A 24 year old Lebanese woman signing on facebook to upload the latest news on Syria; Beirut, Lebanon, 30. April 2011; Copy right: DW/Dareen Al Omari
ছবি: DW

গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানাচ্ছে, বিশ্বের সেরা ২৫টি নিউজ ওয়েবসাইটে ৩৫ থেকে ৪০ শতাংশ ক্লিকই আসে অন্য উৎস থেকে৷ অর্থাৎ খবরের লিংক শেয়ার করা যায় এমন, অন্য কোন ওয়েবসাইট থেকেই একটি বড় অংশের পাঠক সমবেত হয় মূল সাইটে৷ এক্ষেত্রে অবশ্য ফেসবুকের চেয়েও এগিয়ে গুগল৷ কেননা, নামজাদা ইংরেজি নিউজ সাইটগুলোর প্রায় ৩০ শতাংশ ক্লিকেরই উৎস গুগল নিউজ৷

এরপরই অবস্থান ফেসবুকের৷ দ্যা হাফিংটন পোস্ট-এর অনন্য ভিজিটরদের ৮ শতাংশ আসে ফেসবুক থেকে৷ অন্যদিকে, নিউ ইয়র্ক টাইমসের ক্ষেত্রে এই হার ৬ শতাংশ৷ এছাড়া সিএনএন, ইয়াহু নিউজ, ফক্স নিউজসহ অন্যান্য নামজাদা নিউজ সাইটেরও ক্লিক বাড়াচ্ছে ফেসবুক৷

এই অনুপাতে অবশ্য টুইটার বেশ পিছিয়ে৷ এই সামাজিক যোগাযোগ সাইটটি ব্যবহার করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান হয়েছে দ্য লস এঞ্জেলস টাইমস৷ সাইটটির ৩.৫৩ শতাংশ ক্লিকের উৎস টুইটার৷

পিউ'র গবেষণায় ফেসবুক-টুইটার ছাড়াও আরো একধরনের ওয়েবসাইটের নাম উঠে এসেছে৷ এগুলোকে বলা হচ্ছে নিউজ সমষ্টিকরণ ওয়েবসাইট৷ এসব সাইটে সাধারণত বিভিন্ন নিউজ ওয়েবসাইটের সংবাদ শিরোনাম এক সাথে প্রকাশ করা হয়৷ এরপর ব্যবহারকারী এসব শিরোনামে ক্লিক করলে মূল ওয়েবসাইটে চলে যায়৷

ড্রাজ রিপোর্ট ডটকম নামক একটি সাইট ব্রিটিশ নিউজ ওয়েবসাইট দ্য ডেইলি মেইল এর ৩০ শতাংশ ক্লিকের উৎস৷ এছাড়া নিউ ইয়র্ক টাইমসের ১৯ শতাংশ ক্লিক যোগাড় করে দিচ্ছে এই সাইটটি৷ দ্য ওয়াশিংটন পোস্টের ক্ষেত্রে ড্রাজ রিপোর্টের অবদান ১১ শতাংশ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য