1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীর প্রতি সহিংসতা বন্ধে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান

৩ অক্টোবর ২০১০

নারীর প্রতি সহিংসতা রোধে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

https://p.dw.com/p/PTGn
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

ঢাকায় নারী অধিকার সংক্রান্ত দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে তিন এই আহ্বান জানিয়ে বলছেন, নারী ও শিশু পাচার নারীর উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা৷

রোববার ঢাকায় শুরু হয়েছে নারী অধিকার সংক্রান্ত দক্ষিণ এশীয় দেশগুলোর মন্ত্রী পর্যায়ের ৭ম আঞ্চলিক সম্মেলন৷ সার্ক দেশগুলোর সংশ্লিষ্ট মন্ত্রী ছাড়াও নারী নেত্রীরা সম্মেলনে অংশ নিচ্ছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার একটি হোটেলে ৩দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন৷

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, সবধরনের উন্নয়ন পরিকল্পনায় নারীকে অগ্রাধিকার দেয়ার চেষ্টা করছে তার সরকার৷ কারণ নারীর অংশগ্রহণ এবং তার উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়৷ শিক্ষা, স্বাস্থ্য – সবক্ষেত্রেই নারীকে অগ্রাধিকার দেয়া তার সরকারের নীতি৷

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নারী ও শিশু পাচার বেড়ে গেছে৷ নারী ও শিশু পাচার নারীর উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা৷

নারীর প্রতি সহিংসতা রোধে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান৷ তিনি বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও নির্যাতন প্রতিরোধে সক্রিয় রয়েছে৷ নারী উন্নয়ন নীতিমালা আধুনিক এবং সময়োপযোগী করার কাজ চলছে৷ নির্যাতন প্রতিরোধে কেন্দ্রীয় সেল ছাড়াও ৬ বিভাগে ৬টি সেল গঠন করা হয়েছে৷ তাঁর মতে, প্রচলিত আইনের কার্যকর প্রয়োগ নারীদের অধিকার রক্ষায় সহায়তা করবে৷

সম্মেলনে সার্কের মহাসচিব ড. শীলকান্ত বর্মও যোগ দিয়েছেন৷ সোমবার এই সম্মেলন শেষ হবে৷ দক্ষিণ এশিয়ার নারীদের অধিকার রক্ষায় সার্ক দেশের প্রতিনিধিরা সুপারিশ মালা প্রণয়ন এবং যৌথ ঘোষণায় স্বাক্ষর করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন