1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীবিদ্বেষ ছড়ানোর অভিযোগ, কনসার্ট বন্ধ

২ জানুয়ারি ২০১৩

তাঁর গানের কথায় এক অর্থে ধর্ষণ করার কথা আছে৷ গণধর্ষণের শিকার হয়ে এক তরুণী মারা যাওয়ার ক’দিন পর দিল্লিতেই কনসার্ট করতে চেয়েছিলেন ঐ গায়ক৷ কিন্তু বিক্ষুব্ধ মানুষ তা হতে দেয়নি, তাঁকে গাইতে দেয়নি গান৷

https://p.dw.com/p/17CFy
ছবি: Reuters

তিনি একজন পাঞ্জাবি ব়্যাপার৷ নাম ইয়ো ইয়ো হানি সিং৷ প্রথাবিরোধী গান গাওয়ার নামে তিনি যে এতদিন কীসব গেয়েছেন, তা জগৎ জানতে পারছে এখন৷ নইলে এতদিন দিব্যি ছিলেন, তাঁর গান টপ চার্টে এসেছে বহুবার, জনপ্রিয়তার সিঁড়ি বেয়ে বেয়ে হানি সিং সুযোগ করে নিয়েছেন বলিউডেও৷ হ্যাঁ, হিন্দি ছবিতেও গেয়েছেন তিনি৷

নতুন বছরকে স্বাগত জানানোর রাতে তাঁর কনসার্ট হওয়ার কথা ছিল দিল্লিতে৷ কিন্তু রাতে বাসে উঠে গণধর্ষণ ও শারীরিক নির্যাতনের ধকল সইতে না পেরে মারা যাওয়া ‘আমানত'-কে যাঁরা শ্রদ্ধা করেন, নারীর অবমাননা যাঁদের কাছে চরম আপত্তিকর, তাঁরা ফেটে পড়েন প্রতিবাদে৷ ইন্টারনেটে খুব সোচ্চার ছিলেন তাঁরা৷ তাঁদের একটাই কথা – যিনি তাঁর গানে নারীর প্রতি ন্যূনতম সম্মানও দেখাননি, সেই ইয়ো ইয়ো হানি সিংয়ের কনসার্ট বন্ধ করতে হবে৷

Indien/ Vergewaltigung/ Sarg/ Opfer
‘আমানত’-এর কফিনছবি: Reuters

শেষ পর্যন্ত তাই হয়েছে৷ কনসার্ট বাতিল৷ যাঁরা কখনো হানি সিংয়ের গান শোনেননি, তাঁদের ২৮ বছর বয়সি এ গায়কের গান সম্পর্কে একটু ধারনা দিয়ে রাখি৷ হানির সবচেয়ে জনপ্রিয় গান, ‘মাই হোম, মাই ভিলেজ'৷ এইটুকু জেনে অবশ্য বুঝতেই পারবেন না স্বাধীনতা এবং আধুনিকতার নামে হানি সিং নারীর অবমাননা কতটা করে থাকেন৷ তাঁর একটা গান আছে পতিতাদের নিয়ে৷ সেখানে একটি মেয়েকে নগ্ন হয়ে নাচতে বাধ্য করার পর জোর করে তাঁর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ার কথা আছে৷ গানের একটা অংশের অর্থ দাঁড়ায়, ‘‘তুমি চিৎকার করবে, দৌড়াবে, কিন্তু যাবে কোথায়? আমি তোমার জীবন নিয়ে নেবো৷''

ছয়জন মাতালের হাত থেকে বাঁচার জন্য দিল্লির ওই তরুণীও বাঁচার চেষ্টা কম করেননি৷ কিন্তু শত চেষ্টা করেও পারেননি বাঁচতে৷ তাঁকে ধর্ষণ করে, পিটিয়ে ফেলে দেয়া হয় চলন্ত বাস থেকে৷ ‘আমানত' চিরবিদায় নিয়েছেন, কিন্তু জাগিয়ে দিয়ে গেছেন চেতনা৷ আর সেই চেতনা থেকেই বিক্ষুব্ধ মানুষ সোচ্চার হয়েছিলেন হানি সিংয়ের কনসার্ট বন্ধ করার দাবিতে৷ দাবি পূরণ হয়েছে৷ তবে হানি সিং জানিয়েছেন, কনসার্ট তিনি নিজেই আপাতত স্থগিত রেখেছেন৷ সঙ্গে ‘আমানত'-এর দুঃখজনক পরিণতির জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি৷

Indien Proteste nach der Vergewaltigung einer Studentin 30. Dez. 2012
সারা দেশ যখন প্রতিবাদে ফেটে পড়েছেছবি: Reuters

এতকাল নারীর অবমাননা, নারীর ওপর অত্যাচারকে প্রকারান্তরে উৎসাহিত করা একজন কিনা দুঃখ প্রকাশ করছেন ‘আমানত'-এর মৃত্যুতে৷ কী অদ্ভুত তাই না!

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য