1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাপেট শো

Marina Joarder১১ ফেব্রুয়ারি ২০১২

স্পেনের সাইক্লিস্ট আলাবর্তো কন্তোদোরের পরিণতির কথা আমরা জানি৷ ফ্রান্সের টেলিভিশন কান্তোদোর এবং নাদালকে নিয়ে তৈরি করেছে পাপেট শো৷ টেলিভিশন চ্যানেল কানাল প্লুস-এর কয়েক পর্বের এই শোর নাম ‘লে গিনোল'৷ মূল বিষয় ছিল মাদক৷

https://p.dw.com/p/141qO
ছবি: dapd

একটি পর্বে দেখানো হয় নাদাল গাড়ি চালাচ্ছে এবং কিছুক্ষণ পর গাড়ির তেল শেষ৷ নাদাল নিজে তার ব্লাডার খালি করেন গাড়িতে৷ অর্থাৎ তেল নয় নাদালের ইউরিন দিয়েই গাড়ি চলছে৷ এরপর গাড়ি দ্রুত গতিতে ছুটে যায়৷ গাড়ি থামায় পুলিশ৷ এইতো গেল নাদাল৷

আলবার্তো কন্তোদোরকে নিয়ে দেখানো হয় – সে সাইকেল চালাতে চালাতে কাহিল হয়ে পড়েছে৷ তখন আশেপাশে থেকে লোকজন এগিয়ে যাচ্ছে রক্তের ব্যাগ নিয়ে৷ অর্থাৎ ব্লাড ডোপিং৷

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন৷ নাদাল জানান, প্রথমে দেখলে বিষয়টি খুব হাসির মনে হবে৷ কিন্তু তা যদি বার বার দেখানো হয় তাহলে তা বিরক্তিকর এবং অপমানজনক৷ ২৫ বছরের এই টেনিস তারকা আরো বলেন, ‘‘আমার মনে হয় এই চ্যানেলটি শুধু আমাকে বা কয়েকজন স্প্যানিশ খেলোয়াড়কে অপমান করছে না৷ বরং গোটা স্প্যানিশ জাতি এবং স্পেনকে অপমান করেছে৷''

তবে তিনি তাও জানান যে, কানাল প্লুস একা এর জন্য দায়ী নয়৷ অন্যান্য প্রচার মাধ্যমগুলোও এ নিয়ে রসিকতা করেছে৷

বিষয়টি বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কারণ, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী খোসে মানুয়েল গার্সিয়া মার্গাইয়ো ফ্রান্সে স্পেনের রাষ্ট্রদূতকে বলেছেন এ বিষয়ে কানাল প্লুসকে লিখিত একটি অভিযোগ পাঠাতে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য