1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সচল হয়নি নন্দিগ্রাম

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৭ মার্চ ২০১৩

বগুড়ার নন্দিগ্রাম যেন এক বিধ্বস্ত জনপদ৷ এর প্রশাসনিক কেন্দ্র এক ধ্বংসস্তুপ৷ সহিংসতার আগুনে পুড়ে যাওয়া উপজেলা কবে আবার উঠে দাঁড়াতে পারবে, কবে পুরোদমে শুরু হবে প্রশাসনিক কাজকর্ম কেউ বলতে পারেননা৷ উন্নয়ন থেমে গেছে৷

https://p.dw.com/p/17yyc
Jamaat-e-Islami activists march with sticks and set fires in the street during a clash with police in Chittagong on March 2, 2013. Bangladesh police on Saturday opened fire at Islamists protesting the war crimes' conviction of one of their leaders, killing three people outside the port city of Chittagong. AFP PHOTO (Photo credit should read STR/AFP/Getty Images)
ফাইল ফটোছবি: STR/AFP/Getty Imagesla

পাঁচটি ইউনিয়ন নিয়ে বগুড়ার নন্দিগ্রাম উপজেলা৷ জনসংখ্যা ৩ লাখের বেশি৷ জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত শিবির ২৮ ফেব্রুয়ারি থেকে যে সহিংস প্রতিবাদ শুরু করে তার শিকার হয়েছে এই উপজেলাও৷ ৩ মার্চ পুড়িয়ে দেয়া হয় বগুড়ার নন্দিগ্রাম উপজেলার প্রশাসনিক ভবনসহ ১৬টি দপ্তর৷ আর সেই সাথে পুড়ে যায় গুরুত্বপূর্ণ কাগজপত্র, দলিল, আসবাবপত্র সব কিছু৷ উপজেলা চেয়ারম্যান আর নির্বাহী কর্মকর্তার গ্যারেজে আগুন দেয়ায় তাদের গাড়ি ২টিও পুড়ে যায়৷ হামলা ও আগুন দেয়া হয় উপজেলা চেয়ারম্যানের বাসভবনে৷ পুরো উপজেলা পরিষদে এখনো নেই তাণ্ডব আর নৃংশসতার চিত্র৷

তবে উপজেলার কর্মকর্তা-কর্মচারিরা আবার সীমিত পরিসরে কাজ শুরু করেছেন৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহসান ডয়চে ভেলেকে জানান, অফিসার্স ক্লাব ও শিল্পকলা একাডেমীসহ কিছু ভবন এই ভয়াবহ তাণ্ডবের হাত থেকে রক্ষা পায়৷ কর্মকর্তা এবং কর্মচারীরা এখন সেখানে কোনভাবে গাদাগাদি করে বসে অফিস করছেন৷ পৌর মেয়র কিছু আসবাবপত্র কিনে দিয়েছেন৷ তাই তারা ব্যবহার করছেন৷ কিন্তু অফিসিয়াল কাগজপত্র , কম্পিউটার, দলিলপত্র পুড়িয়ে দেয়ায় কাজ এগোনো যাচ্ছেনা৷ টিআর এবং কাবিখার বরাদ্দপত্র পুড়ে যাওয়ায় নতুন করে তালিকা তৈরি করতে হচ্ছে৷ আর এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ৷ কৃষি অফিস পুরে যাওয়ায় ঋণ বিতরণ করা যাচ্ছেনা৷ আর সম্ভব হচ্ছেনা কর্মসংস্থান প্রকল্পের কাজ৷ কারণ এই প্রকল্পের সুবিধাভোগীদের তালিকাও পুড়ে গেছে৷ নির্বাহী কর্মকর্তা জানান, তারা চেষ্টা করছেন জেলা থেকে পুড়ে যাওয়া কাগজপত্র, দলিল এবং নথি সংগ্রহ করতে৷ কিন্তু তা কতদিনে সম্ভব হবে বলা যায়না৷

এছাড়া পুড়িয়ে দেয়া ভবনগুলোর ক্ষতির পরিমাণ নির্ণয় করছে কমিটি৷ হয়তো ভবনগুলো ভেঙ্গে ফেলে আবার নতুন করে নির্মাণ করতে হবে৷ তাতে অনকে সময় লেগে যাবে৷ আর ততদিন এই উপজেলার বাসিন্দারা বঞ্চিত হবেন নানা ধরনের সেবা থেকে৷

উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ডয়চে ভেলেকে জানান, সকালে হামলার সময় পুলিশের সহায়তা চেয়েও পাওয়া যায়নি৷ সহায়তা চাওয়া হয়েছিল এই আসনের বিএনপি দলীয় সংসদ সদস্যেরও, কিন্তু তিনিও ছিলেন নির্বিকার৷ উপজেলা চেয়ারম্যান অভিযোগ করেন, হামলায় জামায়াতের সঙ্গে বিএপির নেতা-কর্মীরাও অংশ নেয়৷ তাই বিএনপি নেতাদের একাংশ থানায় গিয়ে জানায় হাজার হাজার লোক আক্রমণ করেছে৷ সেখানে গেলে পুলিশ বিপদে পড়বে৷ এ কারণেই পুলিশ নিষ্ক্রিয় ছিল৷ তিনি প্রমাণ হিসেবে বলেন, ১৬টি অফিস পোড়ানো হলেও ২ জন উপজেলা ভাইস চেয়ারম্যানের অফিস অক্ষত আছে৷ এমনকি তাদের নাম ফলকেরও কোন ক্ষতি হয়নি৷ এই দুই ভাইস চেয়ারম্যানই বিএনপির নেতা৷ তিনি বলেন, কম করে হলেও ২০ থেকে ২৫ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে৷ তাছাড়া যেসব গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে তাতো টাকার বিনিময়ে পাওয়া যাবেনা৷

Policemen watch as a vehicle burns after activists from Bangladesh Nationalist Party (BNP) set fire to it during a clash in Dhaka March 2, 2013. Activists and supporters of the main opposition BNP torched and vandalised vehicles as they clashed with police after a rally organised by BNP and its ally Bangladesh Jamaat-e-Islami called for a three-day country wide shutdown from Sunday, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST TRANSPORT)
সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত শিবির ২৮ ফেব্রুয়ারি থেকে সহিংস প্রতিবাদ শুরু করেছবি: Reuters

তবে এখনো সরকারের কোন উর্ধ্বতন কর্মকর্তা বা প্রতিনিধি নন্দিগ্রাম পরিদর্শন করেননি৷ কাজ শুরুর জন্য দেয়া হয়নি কোন সহায়তা৷ স্থানীয় প্রশাসন অবশ্য হামলার পর গণশুনানি করেছে৷ আর মামলায় গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে৷