1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন ফাঁদে বার্লুস্কোনি

২৮ ফেব্রুয়ারি ২০১১

যৌন কেলেঙ্কারিতে নাকানিচুবানি খাওয়া ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি নতুন ফাঁদে পা দিয়েছেন৷ আইনের মারপ্যাঁচে জড়িয়ে যাচ্ছেন তিনি৷ এবার তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলার শুনানি৷

https://p.dw.com/p/10QjO
জনপ্রিয় বার্লুসকোনির এখন এই দশাছবি: dapd

কর ফাঁকি দেওয়ার অভিযোগে সোমবার আবারও বিচার শুরু হলো বার্লুস্কোনিকে নিয়ে৷ এরআগে অপ্রাপ্ত বয়স্ক এক নর্তকীর সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক গড়ার অভিযোগে সমালোচনার মুখে পড়তে হয় বার্লুস্কোনিকে৷ পরে নর্তকীর অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয় তাঁকে৷ আর সেই মামলায় আগামী মাসগুলোতেও তাঁকে সশরীরে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে৷

চুয়াত্তর বছর বয়সি এই প্রধানমন্ত্রীর নারীঘটিত কেলেঙ্কারির কথা ফাঁস হয় গত বছর অক্টোবরে৷ এরপর গণমাধ্যমের বদৌলতে সে খবর পৌঁছে যায় সবার কাছে৷ বিরোধী দল বলতে থাকে ‘ছিঃ ছিঃ এই ছিল তাঁর মনে'৷ অন্যদিকে ইটালির প্রায় দশ লাখ মানুষ ফেব্রুয়ারির ১৩ তারিখে রাজপথে নেমে আসে, যাদের অধিকাংশই ছিলেন নারী৷ ভিমরতিতে পড়া ‘বুড়ো'র পদত্যাগও দাবি করেন তাঁরা৷

Flash-Galerie Berlusconis Skandale Frauen Party
সুন্দরী নারীদের সঙ্গ বরাবরই উপভোগ করেন বার্লুসকোনিছবি: picture alliance/dpa

যাহোক, তাঁকে কিন্তু বলা হয় মিডিয়া মোগল৷ মিডিয়াস্যাট নামক ইটালির প্রাইভেট টেলিভিশনের অন্যতম মালিক তিনি৷ তিনি এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান নির্মাতার কাছ থেকে তাদের প্রতিষ্ঠান যে অনুষ্ঠান কিনেছে, সে বেচা-বিক্রির কর ঠিক ভাবে পরিশোধ করেনি তারা৷ অবশ্য এই অভিযোগটি নতুন নয়, একটু পুরানো৷ তবে কোন এক অজ্ঞাত কারণে কর ফাঁকির সেই মামলার শুনানি বন্ধ ছিল৷ সোমবার সেটি আবার চালু হলো৷ ফলে একদিকে, যৌন কেলেঙ্কারি আর অপরদিকে কর কেলেঙ্কারি৷ বেশ গ্যাঁড়াকলেই পড়েছেন ইটালির উজির বাহাদুর!

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সাগর সরওয়ার