1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন আলো

গ্রিট হফমান/এআই২২ ফেব্রুয়ারি ২০১৪

আমাদের বিশ্বকে এক নতুন আলোতে আলোকিত করতে চান একদল বিজ্ঞানী৷ এ জন্য তাঁরা তৈরি করছেন ওএলইডি বাতি৷ ইতিমধ্যে বাজারেও এসেছে জার্মানি-ফ্রান্স যৌথ উদ্যোগে তৈরি নতুন ধরনের এ সব বাতি৷ তবে বিস্তৃতি এখনো সীমিত৷

https://p.dw.com/p/1BDJn
OLED Leuchtdiode Glühbirne
ছবি: picture-alliance/dpa

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর টুলঁ তার বিশেষ আলোর জন্য বিখ্যাত৷ আর ভিন্ন উৎস থেকে আলো তৈরির কাজও হয় এই শহরে৷ টুলঁ-তে অবস্থিত অ্যাস্ট্রন ফিয়াম নামক প্রতিষ্ঠানটি মূলত বৃত্তাকার ওএলইডি বাতি তৈরি করে৷ তবে বাতিগুলোর ভেতরে জার্মানিতে তৈরি রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়৷

অ্যাস্ট্রন ফিয়ামের প্রতিষ্ঠাতা ব্রুনো ডুস্যার্ট-ভিডালে বলেন, ‘‘আমরা বিভিন্ন ধরনের অণু তৈরিতে জার্মানির নোভাল্যাডের সঙ্গে কাজ করি৷ একটি নির্দিষ্ট ধরনের ওএলইডি তৈরিতে কত ন্যানোমিটার কী ধরনের অণু একটির উপর আরেকটি বসানো দরকার তা আগে ঠিক করা হয়৷ এরপর আমাদের হিসেব অনুযায়ী রাসায়নিক উপাদান তৈরি করে নোভাল্যাড৷''

জার্মানির পূর্বাঞ্চলের শহর ড্রেসডেনে নোভাল্যাড অবস্থিত৷ ড্রেসডিনভিত্তিক কোম্পানিটি আসলে একটি বিশাল ল্যাবরেটরি৷ এতে ১২০ জন মানুষ কাজ করেন৷ ল্যাবরেটরির প্রধান ওমরান ফাদেল একজন ফরাসি নাগরিক৷ তবে তিনি চমৎকার জার্মান বলেন৷ ফাদেল বলেন, ‘‘ভবিষ্যতে এক সময় ওএলইডি সম্পূর্ণ ভিন্নভাবে আমাদের পৃথিবীকে আলোকিত করবে৷ চাইলে জানালায় তাদের ব্যবহার করা যাবে৷ ফলে দিনের বেলায় সেগুলো স্বচ্ছ থাকবে, আর রাতে আলো ছড়াবে৷ আমরা এরকম বিভিন্ন সম্ভাবনা নিয়ে কাজ করছি৷ বিশেষভাবে বলতে গেলে, সাদা আলো আমাদের বিষয়৷ আমরা আলোর জগতে বিপ্লব ঘটাতে চাই৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য