1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণ একটি রাজনৈতিক ইস্যু

২৭ জুন ২০১১

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে তিনদিনে ১০টি ধর্ষণের ঘটনার পর ব্যাপারটি মুখ্যমন্ত্রী মায়াবতী এবং বিরোধীপক্ষের মধ্যে সত্যিই একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে৷

https://p.dw.com/p/11k1Q
তিনদিনে ১০টি ধর্ষণের ঘটনা ঘটছে উত্তর প্রদেশে

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ৷ আরেক হিসেবে দেশের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে একটি৷ তিনদিনে ১০টি ধর্ষণের ঘটনা৷ দু'টি ক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলাকে গণধর্ষণ করার পর জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ করা হয়েছে৷ এক মহিলা তার আগ্রাসনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তার চোখ উপড়ে ফেলা হয়৷ বিরোধীপক্ষ বলছে, এ'সব মহিলাদের রক্ষা করার দায়িত্ব মুখ্যমন্ত্রী মায়াবতীর৷ মায়াবতী বলছেন, দুষ্কৃতিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে, বিরোধীপক্ষ বিষয়টি থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে৷

Uttar Pradesh Mayawati
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ফলে চাপের মুখে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীছবি: UNI

মায়াবতীর নিজের দল হল বহুজন সমাজ পার্টি, একটি আঞ্চলিক রাজনৈতিক দল৷ কেন্দ্রীয় শাসকজোটে ক্ষমতাসীন কংগ্রেস দলের বক্তব্য হল, মায়াবতী প্রদেশ শাসন করার নৈতিক কর্তৃত্ব হারিয়ে ফেলেছেন৷ উচ্চপদস্থ কংগ্রেস নেতারা বলছেন, মায়াবতী মহিলাদের দুর্দশা উপেক্ষা করছেন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যাদের বাস, সেই সব মহিলাদের দুর্দশা৷ রাজ্য কংগ্রেসের প্রধান রীতা বহুগুণা বলেছেন, মায়াবতী ক্ষমতা গ্রহণ করার সময় থেকেই উত্তর প্রদেশে মহিলাদের পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করেছে, বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে৷

৪৮ ঘণ্টার মধ্যে ১০টি ধর্ষণের ঘটনা৷ কমবয়সী মেয়েরাই অধিকাংশ তার শিকার হয়েছে৷ সমাজবিজ্ঞানীরা বলছেন, উত্তর প্রদেশের মতো রাজ্যেও এ'টা অবিশ্বাস্য, অভূতপূর্ব এবং পুরোপুরি অগ্রহণযোগ্য৷ সমাজবিজ্ঞানীরা বলছেন, উত্তর প্রদেশে সব ধরনের অপরাধীরা যেন অবাধে তাদের কার্যকলাপ চালাবার সুযোগ পেয়েছে, যেন সরকার ও প্রশাসন বস্তুত ব্যর্থ হয়েছে৷ মায়াবতী স্বয়ং একদিকে মহিলা, অন্যদিকে সমাজের বঞ্চিত অংশের প্রতিনিধি৷ এছাড়া তাঁর কড়া প্রশাসনের জন্য নাম আছে৷ অথচ দেখা যাচ্ছে, সেই মায়াবতীই যেন ব্যর্থ হতে চলেছেন৷

প্রতিবেদন: মুরলী কৃষ্ণণ/অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য