1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণের অভিযোগে উইকিলিক্সের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা

১ ডিসেম্বর ২০১০

উইকিলিক্স মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আড়াইলাখ গোপন দলিল ফাঁস করে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে৷ এদিকে উইকিলিক্সের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোল৷

https://p.dw.com/p/QMaV
জুলিয়ান আসাঞ্জকে কি ফাঁসানোর চেষ্টা চলছে?ছবি: picture alliance/dpa

বুধবারও এই প্রসঙ্গে নতুন অনেক কিছুই খবরে জায়গা করে নিয়েছে৷ তারমধ্যে হিলারি ক্লিনটন প্রসঙ্গও রয়েছে, উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ হিলারি ক্লিনটনকে পদত্যাগ করতে বলেছেন৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নাকি জাতিসংঘের বিদেশি কূটনীতিকদের পেছনে গোয়েন্দাগিরি করার নির্দেশ দিয়েছিলেন, ফাঁস হয়ে যাওয়া গোপন তথ্যে এমনটাই জানা গেছে৷ বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখপাত্র এই ব্যাপারটিকে একেবারে উড়িয়ে দিয়ে বলেছেন, ক্লিনটন কূটনীতিকদের বিরুদ্ধে গোয়েন্দাগিরির কোন নির্দেশ দেননি৷ হোয়াইট হাউসের তথ্য সচিব রবার্ট গিবস বলেন, ক্লিনটন ভুল কিছু করেননি৷ এবং মার্কিন কূটনীতিকরা গোয়েন্দাবৃত্তিতেও লিপ্ত নন৷ এদিকে কোন এক অজ্ঞাত স্থান থেকে টাইম ম্যাগাজিনের সঙ্গে এক অনলাইন সাক্ষাৎকারে আসাঞ্জ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন৷ আসাঞ্জ বলেন, আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করে ক্লিনটন যদি সত্যিই বিদেশি কূটনিতীকদের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তি চালানোর নির্দেশ দিয়ে থাকেন তাহলে তাঁর পদত্যাগ করা উচিৎ৷

উইকিলিক্স ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে গ্রেপ্তার করার জন্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল মঙ্গলবার পরোয়ানা জারি করেছে৷ সুইডেনে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তদন্তের সূত্রে এই নির্দেশ৷ ইন্টারপোলের ওয়েবসাইটে পোস্ট করা এক নোটিশে আসাঞ্জকে ইন্টারপোলের লাল তালিকায় রাখা হয়েছে৷ এই লাল তালিকার অন্তর্ভুক্তরা যদি ফেরারি অথবা পলাতক হয়ে থাকে তবে যে দেশ থেকে তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, বিচারের জন্যে সেখানে তাদেরকে স্থানান্তর করার বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়ে থাকে৷ গত আগস্টে আসাঞ্জ যখন সুইডেনে ছিলেন, তখন দুই মহিলা আসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন৷ তারই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷ আফগানিস্তানের যুদ্ধ সম্পর্কিত হাজার হাজার গোপন তথ্য উইকিলিক্স যখন ফাঁস করে দিয়েছিল, সেই সময় আসাঞ্জ সুইডেনে ছিলেন৷ অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী আসাঞ্জ এখন কোথায় আছেন কেউ তা জানে না৷ তবে সুইডেনের ঐ দুই নারী তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তার সত্যতা আগেই অস্বীকার করেছেন আসাঞ্জ৷ চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রায় আড়াইলাখ গোপন দলিল ফাঁস করে দিয়ে উইকিলিক্স আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে৷ ওদিকে জুলিয়ান আসাঞ্জের মা ক্রিস্টিন আসাঞ্জ তাঁর ছেলের পিছনে ধাওয়া না করার জন্যে সবার প্রতি আহ্বান জানিয়েছেন৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা
সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক