1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এগিয়ে যাচ্ছে বাংলাব্রেইল প্রকল্প

১২ জুলাই ২০১৩

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল এবং অডিও বই তৈরির কাজ দ্রুত এগিয়ে চলেছে৷ একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এই কাজে সমন্বয় করা হচ্ছে৷ আর এই কাজ করছে একদল স্বেচ্ছাসেবী তরুণ-তরুণী৷

https://p.dw.com/p/196gu
Technische Hilfsmittel für Blinde und Sehbehinderte: Tastatur zum Lesen von Emails und Internetseiten. Bonn, Nordrhein-Westfalen, Deutschland, 01.06.2005
ছবি: picture-alliance/JOKER

ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতায় ইউজার প্রাইজ জয়ী ওয়েবসাইট ‘শিক্ষক ডটকম'-এ প্রকাশিত একটি নিবন্ধ অনেকেই ফেসবুকে শেয়ার করেছেন৷ এটি লিখেছেন রাগিব হাসান, শিরোনাম ‘‘শুরু হলো দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য বাংলা অডিও বুক প্রজেক্ট৷'' ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক রাগিব লিখেছেন, ‘‘বাংলাদেশের বিপুল সংখ্যক দৃষ্টিহীন শিক্ষার্থী দিনের পর দিন পাঠ্যবই হাতে পায় না৷ উচ্চমূল্য ছাড়াও নানা কারিগরি সমস্যার কারণে এদের কাছে বই পৌঁছে দেয়া যায়নি বছরের অর্ধেকটা চলে গেলেও৷’’

‘‘এই সব শিক্ষার্থীর কথা মাথায় রেখে শুরু হয়েছে বাংলাব্রেইল প্রজেক্ট৷ এই প্রজেক্টের অধীনে প্রচুর ভলান্টিয়ার কর্মী বাংলাদেশের স্কুল পর্যায়ের পাঠ্যবইগুলোকে টাইপ করে বা অন্যভাবে ইউনিকোডে নিয়ে এসেছেন, যা পরে ব্রেইলে পরিবর্তন করে ছাপার পরিকল্পনা রয়েছে৷''

Ragib Hasan, creator of Shikkhok.com, an online Bangla education site; Copyright: privat
রাগিব হাসানছবি: privat

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বই তেরির পাশাপাশি অডিও আকারে এসব প্রকাশের উদ্যোগও নিয়েছে স্বেচ্ছাসেবীরা৷ রাগিব হাসান এই বিষয়ে লিখেছেন, ‘‘বই ছাপতে ছাপতে যত দেরিই হোক না কেনো, বইগুলোকে অডিওবুক হিসাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে৷ আমাদের ভলান্টিয়ারেরা এই বইগুলোকে পড়ে অডিও রেকর্ড করে ফাইলগুলো অনলাইনে আপলোড করে রাখবেন৷''

ফেসবুক গ্রুপ বাংলাব্রেইলে শুক্রবার (১২.০৭.১৩) নাগাদ সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২,৩২৪ জন৷ ব্রেইল এবং অডিও বই তৈরিতে কর্মরতরা এই গ্রুপ থেকে বিভিন্ন কারিগরি সহযোগিতা পাচ্ছেন৷ অনেক সাধারণ প্রশ্নের উত্তরে এখানে দ্রুত দিচ্ছেন রাগিব হাসান৷ হিল্লোল দত্ত নামক এক ব্যক্তির ‘‘প্রচুর বানান ভুল, টাইপো ইত্যাদি দেখতে পাচ্ছি৷ এগুলো সংশোধনের ব্যবস্থা নেয়া হয়েছে কোনো? ছাপানোর আগে কোনো সম্পাদনা হবে?'' – এ প্রশ্নের জবাবে রাগিব হাসান গ্রুপে লিখেছেন, ‘‘বানান ভুল টাইপো এগুলা অনেক ক্ষেত্রেই মূল বইতেই আছে৷ তবে প্রুফ রিডিং করা হবে, যখন সব পাতা এক সাথে করে বই সম্পূর্ণ করা হবে, তখন৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য