1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রুততম মোবাইল ফোন ছাড়বে সুইডেন-নরওয়ে

২৫ আগস্ট ২০০৯

বিদ্যমান দ্রুততম নেটওয়ার্কের চেয়ে শতগুণ গতির নেটওয়ার্কের মোবাইল ফোন বাজারে আনতে যাচ্ছে ইউরোপীয় দেশ সুইডেন ও নরওয়ে৷

https://p.dw.com/p/JHgU
ফাইল ফটোছবি: AP

তারা বলছে, নতুন নেটওয়ার্কের এই মোবাইল ফোনে এখনকার সবচেয়ে ভালো নেটওয়ার্কের মোবাইল ফোনের চেয়ে একশ গুণ বেশি গতিতে যে কোনো কিছু ডাউনলোড করা যাবে৷

দুই দেশেই কর্মরত টেলিয়াসোনেরা, সুইডেনের টেলি টু এবং টেলিনর ২০১০ সালের প্রথমার্ধে এই সেবা বাণিজ্যকভাবে চালু করবে৷ জার্মানির টি মোবাইল, আয়ারল্যান্ড এর হাচিসন থ্রি এবং স্পেনের টেলিফোনিকা ও টু ২০১১ সালে অনুরূপ সেবা চালু করবে বলে ব্রাসেলসসে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞরা জানিয়েছেন৷

ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ফোর্থ জেনারেশন বা ফোর জি মোবাইল নেটওয়ার্কের ওপর ব্যাপক বিনিয়োগ করেছে৷ লং টার্ম ইভোলিউশান অ্যাডভান্সড প্রযুক্তির ফোনগুলো ২০১২ সালের গোড়ার দিকে সহজলভ্য হয়ে উঠবে বলে তাদের আশা৷ লাইভ স্ট্রিম ডাউনলোডসহ ভিডিও কনফারেন্সও এই প্রযুক্তির সাহায্যে করা সম্ভব৷ তাতে করে মোবাইল ফোন, ল্যাপটপ ও টেলিভিশনকে আলাদা করে চিহ্নিত করা সত্যিই মুশকিল হয়ে পড়বে৷

ইউরোপীয় ইউনিয়নের টেলিকম বিষয়ক কমিশনার ভিভিয়ানে রেডিং বলছেন, এই প্রযুক্তি মোবাইল ফোনগুলোকে শক্তিশালী মোবাইল কম্পিউটারে পরিণত করবে৷ এই প্রযুক্তির প্রকল্পে তারা অতিরিক্ত এক কোটি ৮০ লাখ ইউরো যোগান দিচ্ছে৷

প্রতিবেদক: নাসিরউদ্দিন খোকন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক