1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ীরা

আরাফাতুল ইসলাম, বার্লিন থেকে৭ মে ২০১৪

জার্মানির রাজধানী বার্লিনে সম্প্রতি বৈঠকে বসেন দ্য বব্স প্রতিযোগিতার ১৫ জন বিচারক৷ তাঁদের মধ্যে আলোচনায়, ভোটাভুটির প্রেক্ষিতে ছয়টি ব্যতিক্রমী অনলাইন প্রকল্প জয় করে নিল দ্য বব্স ২০১৪ জুরি অ্যাওয়ার্ড৷

https://p.dw.com/p/1Buw6
The Bobs Gewinner 2014 Mosaab Alshamy
বেস্ট ব্লগ বিজয়ী মিশরের আলোকচিত্রী মুসা'আব এলসামিছবি: Mosaab Alshamy

দ্য বব্স-এর দশম আয়োজনে জুরি অ্যাওয়ার্ড জয় করলো ছয়টি অনলাইন প্রকল্প৷

বিচারকদের আলোচনা শুধু বদ্ধ ঘরেই সীমাবদ্ধ ছিল না৷ #thebobs14 হ্যাশট্যাগের মাধ্যমে সেই আলোচনার রেশ ছড়াচ্ছিল বাইরেও৷ ৪ এবং ৫ই মে বার্লিনের ডয়চে ভেলের কার্যালয়ে জুরিমণ্ডলীর ঐ বৈঠকে ছয়টি ক্যাটেগরিতে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়৷ চলুন দেখা যাক তিন হাজারের বেশি প্রতিযোগীর মধ্য থেকে শেষ পর্যন্ত দ্য বব্স জুরি অ্যাওয়ার্ড জয় করলেন কারা৷

বেস্ট ব্লগ

মিশরের আলোকচিত্রী মুসা'আব এলসামি-র ব্লগকে এ বছর সেরা ব্লগ হিসেবে নির্বাচিত করেছেন দ্য বব্স-এর বিচারকরা৷ চলতি ঘটনাবলীর পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক ইস্যুতে ফটোস্টোরি করেন তিনি৷ মিশরের বিপ্লব এবং বিপ্লব পরবর্তী ঘটনাবলী নিয়ে তাঁর অনুসন্ধানী পোস্ট বিশেষ সাড়া জাগায়৷ দ্য বব্স-এর জুরিমণ্ডলী মনে করেন, অত্যন্ত সাহসিকতার সঙ্গে মিশরের বিপ্লবের ছবি গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন এলসামি৷ ২০১৩ সালে টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সেরা ১০টি ছবির একটি ছিল এলসামি-র তোলা৷ এছাড়া ২০১২ সালের গাজা যুদ্ধ কভার করেও খ্যাতি অর্জন করেন মুসা৷

The Bobs Gewinner 2014 Mosaab Alshamy
মুসার তোলা একটি ছবি...ছবি: Mosaab Alshamy

সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম

চলতি বছর ‘ভিজ্যুয়েলাইজিং প্যালেস্টাইন' ওয়েবসাইটটি দ্য বব্স-এর ‘সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম' অ্যাওয়ার্ড জয় করেছে৷ ইনফোগ্রাফিকভিত্তিক সাইটটি মূলত ফিলিস্তিনের সাধারণ মানুষ এবং ফিলিস্তিনি শরণার্থীদের প্রতিদিনকার জীবনের ঘটনাবলী তুলে ধরছে৷ জাতিসংঘ এবং বেসরকারি উন্নয়ন সংস্থার দেয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে ইনফোগ্রাফিকটি আপডেট করা হয়৷ ২০১১ সালে তৈরি সাইটটির নির্মাতা মূলত রামাল্লা এবং বৈরুতে অবস্থান করছেন৷ মূলধারার গণমাধ্যম মাঝেমাঝেই সাইটটি থেকে তথ্য নিয়ে প্রকাশ করে৷ দ্য বব্স-এর ইংরেজি ভাষার জুরি জর্জিয়া পপেলওয়েল এই প্রসঙ্গে বলেন, ‘‘ভিজ্যুয়েলাইজিং প্যালেস্টাইন ওয়েবসাইটটি একটি অত্যন্ত জটিল এবং আবেগপূর্ণ সংঘাতকে সহজভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরছে৷''

সেরা সৃজনশীল এবং মৌলিক

চীনের একজন ভাষাশিল্পী জুরি অ্যাওয়ার্ড জয় করেছেন এই বিভাগে৷ নিরাপত্তার কারণে নিজের পরিচয় গোপন রাখা এই শিল্পী চীনের সামাজিক যোগাযোগ সাইট উইবোতে কখনো কয়েকটি কখনো বা মাত্র একটি চীনা বর্ণ ব্যবহার করে দিনের সবচেয়ে আলোচিত বিষয় সম্পর্কে মানুষকে জানান৷ একটি বর্ণ ব্যবহার করে তথ্য জানানোটি চীনা ভাষায় সহজ, কেননা একেকটি চীনা বর্ণের কয়েকটি অংশ থাকে যেগুলো আলাদা আলাদা অর্থ বহন করে৷ সৃজনশীল উপায়ে তথ্য প্রকাশের এই উদ্যোগ চীনের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে৷ এই প্রসঙ্গে চীনা ভাষার জুরি টিয়ানচি মার্টিন-লিয়াও বলেন, ‘‘উইকোম্বো সৃজনশীল উপায়ে চীনের সেন্সরশিপ মোকাবিলা করেছে৷ শুধু রাজনৈতিক নয়, মজার অনেক তথ্যও এভাবে প্রকাশ করা হয় যা উইকোম্বোর অনুসারীদের আনন্দের খোরাক হয়৷''

Ragib Hasan
ব্লগার রাগিব হাসানছবি: privat

গ্লোবাল মিডিয়া ফোরাম

ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতায় হিন্দি ভাষা যোগ করা হয় ২০১৩ সালে৷ অংশগ্রহণের দ্বিতীয় বছরের একটি হিন্দি অনলাইন প্রকল্প জয় করেছে জুরি অ্যাওয়ার্ড৷ গ্লোবাল মিডিয়া ফোরাম ক্যাটেগরিতে এই সম্মাননা জয় করেছে ‘খবর লহরিয়া' ৷ শুধুমাত্র নারী সাংবাদিকরা এই সাপ্তাহিক পত্রিকাটিতে কাজ করেন৷ অর্থাৎ নারীরাই লেখেন, নারীরাই সম্পাদনা করেন এবং নারীরাই এটি বাজারজাত করেন৷ ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে সংবাদ সংগ্রহ করে পত্রিকাটিতে প্রকাশ করা হয়, বিশেষ করে সেসব সংবাদ যা মূলধারার গণমাধ্যমের নজর এড়িয়ে গেছে৷ হিন্দি ভাষার জুরি রোহিনী লক্ষণে মনে করেন, কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় তথ্যের গুরুত্ব এবং মানুষের কাছে তথ্য পৌঁছে দেয়ার এক চমৎকার উদাহরণ ‘খবর লহরিয়া'৷

সেরা উদ্ভাবন

দ্য বব্স প্রতিযোগিতায় বাংলা ভাষা যোগ করার পর থেকেই নিয়মিত সাফল্য ধরে রেখেছেন বাংলা ব্লগাররা৷ টানা তৃতীয়বারের মতো এ বছর ‘জুরি অ্যাওয়ার্ড' জয় করেছে একটি বাংলা অনলাইন উদ্যোগ৷ সেরা উদ্ভাবন বিভাগে এই সম্মাননা জয় করেছে বাংলাব্রেইল প্রকল্প ৷ এই অনলাইন প্রকল্পের মাধ্যমে অন্ধ শিক্ষার্থীদের জন্য ব্রেইল এবং অডিও টেক্সট বই তৈরি করা হচ্ছে৷ বাংলাদেশে প্রায় দশ লাখ মানুষ অন্ধ এবং তাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ হাজারেরও বেশি৷ বাংলা জুরি শহিদুল আলম মনে করেন, বাংলা ব্রেইল অনেক শিক্ষার্থীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে৷ এই উদ্যোগ এমন একটি সমস্যা সমাধানের চেষ্টা করছে, যা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে উপেক্ষা করেছে৷

Ukraine Seperatisten Kommantant vor dem Rathaus in Mariupol
এ বছর স্বাভাবিকভাবেই সবচেয়ে আলোচিত ছিল ইউক্রেনের ব্লগগুলিছবি: Reuters

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স

ইউক্রেনের ‘ইয়ানুকভিচ লিকস' ওয়েবসাইটটি এ বছর রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বিভাগে দ্য বব্স ‘জুরি অ্যাওয়ার্ড' জয় করেছে৷ চলতি বছরের ২২শে ফেব্রুয়ারি একদল সাঁতারু সাবেক ইউক্রেন প্রেসিডেন্টের বাড়ির পাশের একটি লেকে ২০০ ফোল্ডার তথ্যের সন্ধান পান৷ বিক্ষোভ চলাকালে প্রেসিডেন্ট আবাসস্থলের কমাউন্ড থেকে পালানোর সময় হয়ত সেগুলো নষ্ট করতে লেকে ফেলে দিয়েছিল কেউ৷ একদল ইউক্রেনীয় অ্যাক্টিভিস্ট সেগুলো উদ্ধার করেন, পরে সেগুলো সিস্টেমাইজ এবং বিশ্লেষণ করে সাবেক প্রেসিডেন্টের বিপুল পরিমাণ সম্পদের খোঁজ জানতে পারেন৷

উল্লেখ্য, ইন্টারনেটে বাক স্বাধীনতা এবং তথ্য অবাধ প্রবাহকে উৎসাহিত করতে ২০০৪ সালে শুরু হয় ‘দ্য বব্স' প্রতিযোগিতা৷ বর্তমানে বিশ্বের ১৪টি ভাষার অনলাইন উদ্যোগ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে৷ দ্য বব্স-এর জুরি অ্যাওয়ার্ড বিজয়ীরা আগামী ৩০শে জুন থেকে ২রা জুলাই পর্যন্ত জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল মিডিয়া ফোরাম' সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পাবে৷ সম্মেলনে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য