1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা বাংলার তিন উদ্যোগ

জাহিদুল কবির৭ মে ২০১৪

ডয়চে ভেলের ‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড'-এ পাঠকের ভোটাভুটি শেষে হাতে এসেছে চূড়ান্ত ফল, যাতে ‘পিপলস চয়েস' পুরস্কার জিতে নিয়েছে বাংলা ভাষার তিনটি উদ্যোগ৷

https://p.dw.com/p/1Bv0v
Screenshot der Internetseite www.womenchapter.com
ছবি: womenchapter.com

দ্য বব্স এর ‘সেরা উদ্ভাবন’ বিভাগে ১৩টি ভাষার প্রতিযোগীদের সঙ্গে লড়ে অনলাইন ভোটে সেরা নির্বাচিত হয়েছে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য ব্রেইল ও অডিও বই তৈরির কাজে এগিয়ে আসা ‘বাংলাব্রেইল’৷ এই প্রকল্পটি বিচারকদের বিবেচনায় জুরি অ্যাওয়ার্ডও জয় করেছে৷ পাশাপাশি বাংলাদেশের নারীদের জন্য বিকল্প মিডিয়া প্ল্যাটফর্ম ‘উইমেন চ্যাপ্টার’ পাঠকের ভোটে সেরা নির্বাচিত হয়েছে গ্লোবাল মিডিয়া ফোরাম অ্যাওয়ার্ড বিভাগে৷ আর ‘পিপলস চয়েস বাংলা’ বিভাগে এবারের সেরা উদ্যোগ বিজ্ঞান বিষয়ক আলোচনার প্ল্যাটফর্ম ‘জিরো টু্ ইনফিনিটি’

বাংলাব্রেইল

‘সেরা উদ্ভাবন’ বিভাগে পাঠকের দৃষ্টিতে সেরা ‘বাংলাব্রেইল’ জুরিদের বিচারেও জিতে নিয়েছে সেরার পুরস্কার৷

The Bobs 2014 Screenshot banglabraille.org
ছবি: banglabraille.org

নতুন বই প্রণয়নসহ বিভিন্ন কারণে শিক্ষাবর্ষের ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা পাঠ্যবই পাচ্ছিল না৷ ২০১৩ সালের ২৬শে জুন বিষয়টি জানতে পেরে কিছু করার তাড়না থেকে এগিয়ে আসেন ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহামে কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাগিব হাসান৷

ফেসবুকে তাঁর আহ্বানে সাড়া দিয়ে প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী বর্তমানে বাংলাদেশের স্কুল পর্যায়ের পাঠ্য বইয়ের ডিজিটাল সংস্করণ ও অডিও বই তৈরি করছেন৷ পাঠ্য বইয়ের ডিজিটাল সংস্করণ থেকেই তৈরি করা হবে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই৷

উইমেন চ্যাপ্টার

সারা বিশ্বে নারীদের সম্পর্কিত বিভিন্ন ইস্যু এবং তাঁদের অধিকারের বিষয়গুলো বাংলা ভাষাভাষিদের সামনে তুলে আনা এবং নারীর সাফল্যকে স্বীকৃতি দিয়ে তাঁকে উৎসাহিত করাই উইমেন চ্যাপ্টার-এর লক্ষ্য৷ নারী সাংবাদিকদের সহায়তায় একটি ‘সাপোর্ট সেন্টার’ চালুর পরিকল্পনাও এর উদ্যোক্তাদের রয়েছে৷

গ্লোবাল মিডিয়া ফোরাম অ্যাওয়ার্ড বিভাগে পাঠকের দৃষ্টিতে এবারের সেরা উদ্যোগ উইমেন চ্যাপ্টার৷ এই বিভাগে জুরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে হিন্দি ভাষার অনলাইন পত্রিকা ‘খবর লহরিয়া’৷

উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর বলেন, ‘‘আমরা খুব খুশি৷ অন্তত পিপলস চয়েস- এ আমাদের কিছুটা হলেও উত্তরণ ঘটেছে৷ আমাদের পোর্টালের বয়স মাত্র ১০ মাস৷ এখনো অনেক চ্যাপ্টারই আমাদের খোলা হয়নি৷ এরই মধ্যে এরকম একটি প্রতিযোগিতায় আমাদের নাম আসায় বিশ্বের অনেকেই এখন উইমেন চ্যাপ্টার সম্পর্কে জানতে পারবেন৷ আমাদের সঙ্গী হতে পারবেন৷’’

জিরো টু্ ইনফিনিটি

বিজ্ঞানের বিষয়গুলো সহজ ভাষায় পাঠকের সামনে হাজির করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও একদল বিজ্ঞান লেখক ‘জিরো টু্ ইনফিনিটি’ পরিচালনা করছেন৷

তরুণ লেখকেরা এই সাইটে বিজ্ঞানের মৌলিক বিষয় এবং নিত্যনতুন উদ্ভাবনগুলো নিয়ে যেমন লিখছেন, তেমনি আছে বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং অনুসন্ধিৎসু পাঠকের জন্য প্রশ্নোত্তর বিভাগ৷

এ বিভাগে এবার অংশ নিয়েছিল মোট পাঁচটি বাংলা অনলাইন উদ্যোগ, যাদের মধ্যে ‘জিরো টু্ ইনফিনিটি’ সেরা নির্বাচিত হয়েছে৷

‘দ্য বব্স’ প্রতিযোগিতায় এ বছর জুরি অ্যাওয়ার্ডের ছয়টি বিভাগে ১৪টি ভাষার ওয়েবসাইট প্রতিদ্বন্দ্বিতা করে, যার মধ্যে বাংলা ভাষার উদ্যোগ ছিল মোট ছয়টি৷

জার্মানির রাজধানী বার্লিনে বসে সম্প্রতি ১৫ জন বিচারক আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে ছয়টি ব্যতিক্রমী অনলাইন প্রকল্পকে বেছে নেন চূড়ান্ত পুরস্কারের জন্য৷ আর বুধবার জার্মানির স্থানীয় সময় বেলা ১২টা পর্যন্ত ভোটাভুটি শেষে ঘোষণা করা হয় পিপলস চয়েসে সেরাদের নাম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য