1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীন-জাপান বিরোধ

১৪ সেপ্টেম্বর ২০১২

শুক্রবার চীন বিতর্কিত দিয়াওউ - বা জাপানিতে সেনকাকু - দ্বীপপুঞ্জের কাছে ছ’টি পর্যবেক্ষণ জাহাজ পাঠায়, জাপানের মুখ্য ক্যাবিনেট সেক্রেটারি যে ঘটনাকে বলেছেন ‘‘নজীরবিহীন’’৷ চীন কিন্তু পিছু হটছে না৷

https://p.dw.com/p/169Nl
ছবি: AP

এমনকি জাপানের পররাষ্ট্রমন্ত্রী কোইচিরো গেম্বা তাঁর অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে টোকিও ফিরেছেন, উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে৷ তাছাড়া শাংহাইতে জাপানি নাগরিকদের উপর আক্রমণ অথবা তাদের বিরক্ত করার একাধিক ঘটনা ঘটেছে, বলে এক জাপানি কূটনীতিক জানিয়েছেন - যার পর টোকিও চীনে অবস্থানরত জাপানি নাগরিকদের সাবধান করে দিয়েছে৷ শাংহাইতে ষাট হাজারের বেশি জাপানির বাস৷

শাংহাইতে যা ঘটছে অথবা ঘটেছে বলে দাবি করা হচ্ছে, তা আপাতদৃষ্টিতে তুচ্ছ মনে হতে পারে৷ কোথাও খানিকটা ঠেলাঠেলি-হাতাহাতি; কোথাও এক চীনা এক জাপানির দিকে সুপ ছুঁড়ে মেরেছে; কোথাও কোনো জাপানির দিকে বোতল ছোঁড়া হয়েছে৷ কিন্তু পূর্ব চীন সাগরে সরাসরি জাহাজ পাঠানো সম্পর্কে বেইজিং'এর পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি প্রকাশ করেছে, তার মর্ম হল এই যে, চীনের বোটগুলি চীনের সার্বভৌম রাজ্যাঞ্চলে টহল দিচ্ছিল:

‘‘চীনের দু'টি পর্যবেক্ষণ পোতের বহর দিয়াওউ ও তার পার্শবর্তী দ্বীপগুলির কাছের জলাঞ্চলে পৌঁছয় এবং তারা সেখানে টহলদারি ও আইন রক্ষার কাজ শুরু করবে৷ এই আইন রক্ষা এবং টহলদারি সংক্রান্ত গতিবিধির উদ্দেশ্য হল এই দ্বীপগুলির উপর চীনের এক্তিয়ার প্রদর্শন করা এবং চীনের সমুদ্র-সংক্রান্ত স্বার্থের সুরক্ষা করা৷''

Japan China Streit um Insel Senkaku alias Diaoyu Polizei vor Konsulat in Schanghai
গতমাসে শাংহাইতে জাপানি কনস্যুলেটের সামনে পুলিশ পাহারাছবি: Reuters

জাপানের উপকূল রক্ষীবাহিনীর বিবৃতি অনুযায়ী, চীনা পোতগুলি সাত ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট এলাকা পরিত্যাগ করে৷ কিন্তু ততক্ষণে টোকিও'য় চীনের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানানো হয়ে গেছে৷ অবশ্য চীনের সংকেতটি যেমন জোরালো ছিল, জাপানের তরফ থেকে ঠিক সেরকমই উত্তেজনা হ্রাসের প্রচেষ্টা লক্ষণ করা যাচ্ছে৷

পররাষ্ট্রমন্ত্রী গেম্বা সাংবাদিকদের বলেছেন, ‘‘আমি বিশেষ করে উল্লেখ করতে চাই যে, আমাদের এই পরিস্থিতিকে আর বাড়তে দেওয়া উচিৎ নয়৷'' চীন সরকার ন্যায্য এবং সংযত প্রতিক্রিয়া প্রদর্শন করবেন বলে গেম্বা আশা প্রকাশ করেন৷ অপরদিকে গেম্বা চীনের প্রতি জাপানি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সর্বসাধ্য করার আহ্বান জানান৷

এসি / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য