1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেলিভিশনে দর্শকও ‘সক্রিয়’

২৮ মে ২০১৪

পরোক্ষে নয়, সক্রিয় ভূমিকায় দর্শকরা ছবি দেখতে পারছেন ‘সেকেন্ড স্ক্রিন’-এর কল্যাণে৷ সম্প্রতি জার্মান টেলিভিশনের এমন এক ছবি চমকে দিয়েছে৷ স্মার্টফোন বা ট্যাবলেটে ‘অ্যাপ’-এর সাহায্যে রীতিমতো ছবির অংশ হয়ে পড়ছেন তাঁরা৷

https://p.dw.com/p/1C7ho
ছবি: picture-alliance/dpa

কে বলে টেলিভিশন দেখা মানে গা এলিয়ে বসে থাকা? যদি না রিমোট কন্ট্রোল নাড়াচাড়াকে ‘কাজ’ বলা চলে৷ ভবিষ্যতে টেলিভিশন দর্শকও কীভাবে ‘সক্রিয়’ হয়ে উঠতে পারেন, তার একটা নমুনা দেখা গেল সোমবার, জার্মান টেলিভিশনে প্রচারিত এক চলচ্চিত্রের সময়৷ নেদারল্যান্ডসে তৈরি এই ছবির নামই ‘অ্যাপ’৷ কারণ শুধু বসে বসে ছবিটি দেখলে হবে না, সঙ্গে চাই অ্যাপ৷ মোবাইল ফোন বা ট্যাবলেটে সেটি আগেই ডাউনলোড করে ফেলতে হবে৷ কারণ তা না হলে যে চিত্রনাট্য অসম্পূর্ণ থেকে যায়!

বিষয়টা হলো এ রকম৷ টেলিভিশনের পর্দায় যেটুকু দেখা যাচ্ছে, তা হলো ‘ফার্স্ট স্ক্রিন’৷ কিন্তু তার বাইরেও ঘটছে অনেক ঘটনা, যা থেকে অনেক ইঙ্গিত পাওয়া যায়৷ এমনকি ছবির চরিত্ররাও তার নাগাল পাচ্ছে না৷ দর্শক আগেভাগে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে প্রস্তুত থাকছেন৷ ছবি শুরু হলে অ্যাপ-ও অনেক বাড়তি দৃশ্য দেখাচ্ছে, অনেক অজানা খবরও দিচ্ছে৷ তাই ডিভাইস-এর পর্দাকে ‘সেকেন্ড স্ক্রিন’ বলা হয়৷

ছবির মূল চরিত্র আনা রাইন্ডার্স৷ সে মনোবিজ্ঞানের ছাত্রী৷ সে অ্যাপ, সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোন নিয়ে মশগুল৷ নেশাও বলা চলে৷ আনা হঠাৎ ‘আইরিস’ নামের একটি রহস্যজনক অ্যাপ ডাউনলোড করে বসলো৷ তরপর তার আশেপাশের অনেক মানুষ আচমকা মারা যেতে শুরু করলো৷ একই সঙ্গে আনা-র ফোনে অদ্ভুত সব সাংকেতিক বার্তাও আসতে থাকলো৷

এমনই রোমহর্ষক কাহিনির মধ্যে নিজস্ব অ্যাপ-এর কল্যাণে দর্শক আরও জড়িয়ে পড়তে পারেন৷ কারণ তাঁর নিজের হাতের ডিভাইসের মধ্যে অ্যাপ-টি নির্দিষ্ট সময়ে এমন সব কাণ্ড করতে থাকে, যা ছবি দেখার অভিজ্ঞতাকে আরও জোরালো করে তোলে৷ দর্শকও যেন নিজেকে ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলে৷

এমন ছবি দেখানোর আগে টেলিভিশন চ্যানেলকেও বেশ প্রস্তুতি নিতে হয়৷ বিজ্ঞাপনেই দর্শকদের অ্যাপ ডাউনলোড করতে বলা হয়৷ ছবি শুরু হলে ঠিক সময় ভিডিও বা তথ্য পাঠাতে হয়৷

এসবি/ডিজি (ওটিএস, ডিপিএ)

Symbolbild - Kind vor einem Fernseher
কে বলে টেলিভিশন দেখা মানে গা এলিয়ে বসে থাকা?ছবি: picture-alliance/dpa
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য