1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশে ফিরলে জেল খাটতে হবে কোকোকে

২৪ জুন ২০১১

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, দেশে ফিরলে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে জেলে যেতে হবে৷ ওদিকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোকোকে শাস্তি দেয়া আইন সম্মত হয়নি৷

https://p.dw.com/p/11iuZ
Arafat Rahman Koko, Begum Khaleda Zia
খালেদাপুত্র আরাফাত রহমান কোকোছবি: DW

ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, অর্থ পাচারের মামলায় কোকোর কারাদণ্ডের রায় নিয়ে কিছু লোক বিভ্রান্তি ছড়াচ্ছে৷ তাঁকে পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতেই শাস্তি দেওয়া হয়েছে৷ তাই দেশে ফিরলেই তাঁকে জেলে যেতে হবে৷ আর অতিরিক্ত অ্যাটর্নি জনারেল এম কে রহমান বলেছেন, আপীল করতে হলে কোকোকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে হবে৷ আইন অনুযায়ী তিনি নিজের দেশের আদালতে আত্মসমর্পণ না করলে, তাঁর পক্ষে কেউ আপীল করতে পারবেনা৷

Arafat Rahman Coco
দেশে ফিরলেই তাঁকে জেলে যেতে হবে, বলছেন অনেকেই !ছবি: AP

দিকে আজ এক সংবাদ সম্মেলনে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোকোর বিরুদ্ধে যে অভিযোগ - তাতে আইন অনুযায়ী মামলা কারার কথা বাংলাদেশ ব্যাংকের৷ কিন্তু মামলা করেছে দুদক৷ যা আইনের লঙ্ঘন৷ আর কোকো কোনভাবেই অর্থ পাচারের সঙ্গে জড়িত নয়৷ রাজনৈতিক উদ্দেশ্যে আদালকে প্রভাবিত করে একটি সাজানো মামলায় তাঁকে শাস্তি দেওয়া হয়েছে৷

এর জবাবে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কোকোর অর্থপাচারের ঘটনা প্রথম উদঘাটন করে এফবিআই৷ তাই একে সাজানো মামলা বলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়৷ কোকোর অপরাধের কারণে সিংগাপুরে প্রবাসী বাংলাদেশিদের মাথা হেট হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য