1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশে গুপ্তহত্যার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

১৮ ডিসেম্বর ২০১১

পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, অপহরণ এবং গুপ্ত হত্যার তদন্ত হচ্ছে, অপরাধীরা অবশ্যই ধরা পড়বে৷ তাঁর দাবি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এধরণের ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত নয়৷

https://p.dw.com/p/13Uni
প্রতিকী ছবিছবি: fotolia

অপরাধীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পোশাক পরে অপরাধ করছে বলে উল্লেখ করেন তিনি৷ এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুপ্ত হত্যার জন্য সরকারকে দায়ী করে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন৷

দেশে গুপ্তহত্যা নিয়ে খোদ পুলিশই উদ্বিগ্ন৷ অপহরণের পর লাশ পাওয়া যাচ্ছে অপহৃতদের৷ কিন্তু অপরহরণকারী এবং হত্যার সঙ্গে জড়িতরা ধরা পড়ছে না৷ আর এর শিকার রাজনৈতিক নেতা-কর্মীরা যেমন হচ্ছে, তেমনি সাধারণ মানুষও রেহাই পাচ্ছে না৷ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এই উদ্বেগজনক পরিস্থিতির কথা স্বীকার করে বলেছেন, প্রতিটি ঘটনারই তদন্ত হচ্ছে৷ শিগগিরই অপরাধীরা ধরা পড়বে৷

Mirza Fakhrul Islam Alamgir
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: DW

অপহরণ এবং গুপ্তহত্যায় জড়িতরা অপহরণের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে নিজেদের পরিচয় দেয়৷ ফলে তাদের প্রতিরোধ করা যায় না৷ আর সাধারণ মানুষও ভয়ে অপহৃতকে রক্ষায় এগিয়ে যায় না৷ পুলিশের আইজি বলেন, অপরাধীরা এখন আইন-শৃঙ্খলা বাহিনীর ইউনিফর্ম পরে অপরাধ করে৷ তারা আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ও ব্যবহার করে৷ এটি তাদের অপরাধের নতুন কৌশল৷

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুপ্ত হত্যার জন্য আবারো সরকারকে দায়ী করেছেন৷ তাঁর দাবি, সরকার বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে দমন করতে গুপ্ত হত্যা চালাচ্ছে৷ এ জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবী করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য