1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দূষণের শিকার গঙ্গা

২৭ অক্টোবর ২০০৯

গঙ্গা ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান নদী৷ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ উৎস হতে উৎপন্ন হয়ে এটি ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে৷‘গঙ্গা, তুমি কোথা হইতে আসিয়াছ?

https://p.dw.com/p/KGuB
ছবি: picture-alliance / dpa

বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর এই জিজ্ঞাসার উত্তর এটি৷ ২,৫১০ কিলোমিটার বা ১,৫৬০ মাইল প্রশস্ত এই নদী আজ দূষণের শিকার৷ কিন্তু দীর্ঘ দিন ধরে যে নদীটি হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে আছে.. সে কি কেবল দূষণের জন্যই ধুকে ধুকে যাবে মরণের দিকে৷

ভল্গা থেকে গঙ্গা৷ রাহুল সংকৃত্যায়নের সেই বইটির কথা তো সকলের মনে আছে৷ আর্য জাতির সেই কাহিনী, যেখানে ঘুরে ফিরে এসেছে হাজার বছর আগেকার মানুষের কথা, নদীর কথা৷ বরফ গলা সেই নদীই আজ দূষনের শিকার৷ আর এই দূষনের হাত থেকে গঙ্গাকে বাঁচাতে এবার এগিয়ে এসেছে বিশ্ব ব্যাংক৷ এই পরিকল্পনার নাম দেয়া হয়েছে ‘মিশন গঙ্গা'৷

Wasserverschmutzung Ganges Indien Flash-Galerie
ছবি: DW

গঙ্গার দূষণ যে ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে, তা নিয়ে কোন প্রশ্ন নেই৷ জৈব আবর্জনার সঙ্গে নানা রকম রাসায়নিক পদার্থের প্রকোপ ক্রমশ প্রকট হয়ে উঠছে৷ সেই সঙ্গে প্রবাহ কমে আসছে৷ প্রচুর জল তুলে নেওয়া হচ্ছে নানা প্রয়োজনে৷ আর, গঙ্গার বুক থেকে জেগে উঠছে কচ্ছপের পিঠের মত বালির চড়া৷ কে কিভাবে মোকাবিলা করবে তার? আসলে বিদ্যুৎ প্রকল্পের জন্য গঙ্গা থেকে অপর্যাপ্ত জল সরিয়ে নেওয়া এবং নানা জায়গায় প্রবাহকে রোধ করার জন্য গঙ্গার অবস্থা ক্রমশ বিষম হয়ে উঠছে৷ ভারতের প্রধান নদী গঙ্গা৷ হিন্দুদের প্রাচীন গ্রন্থ ঋকবেদসহ পৌরাণিক সাহিত্যে রয়েছে গঙ্গা নদী সম্পর্কে অনেক কাহিনী, অনেক গল্প৷ ভারতের বুকের উপর দিয়ে কত কাল ধরে বয়ে চলেছে প্রায় ২৫১০ কিলোমিটার দীর্ঘ গঙ্গা নদী৷ প্রায় সারা উত্তর ভারত জুড়ে ছড়িয়ে আছে গঙ্গা অববাহিকা৷ এই বিরাট অববাহিকার উত্তরে হিমালয়, দক্ষিণে বিন্ধ্য পর্বত৷ ভারতের ভৌগলিক আয়তনের শতকরা বারো ভাগ এলাকা জুড়ে রয়েছে গাঙ্গেয় সমভূমি৷ কেবল ভারতেই শতকরা পঁচিশ ভাগের বেশি মানুষ এই গঙ্গা-সমভূমির বাসিন্দা৷

১৯৮৫-তে তৎকালীন প্রধান মন্ত্রী রাজীব গান্ধীর নেতৃ্ত্বে নেওয়া হয়েছিল গঙ্গা অ্যাকশন প্ল্যান বা গ্যাপ৷ গঙ্গা অ্যাকশন প্ল্যান-এ সংশ্লিষ্ট রাজ্য গুলিকে দেওয়া হয়েছিলো তা বাস্তবায়নের কাজ৷

Wasserverschmutzung Ganges Indien Flash-Galerie
ছবি: DW

নতুন দিল্লি গঙ্গাকে দূষণমুক্ত করতে গত ২৪ বছরে খরচ করেছে ৯১৬ কোটি টাকা৷ কিন্তু সেই গঙ্গা অ্যাকশন প্ল্যানে কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি৷ এবার আগামী দশ বছরের মধ্যে গঙ্গাকে দূষণমুক্ত করার চেষ্টায় নামছে কেন্দ্রীয় সরকার৷ সেই লক্ষ্যে গড়া হয়েছে জাতীয় গঙ্গা নদী অববাহিকা কর্তৃপক্ষ বা ন্যাশনাল গ্যান্জেস রিভার বেসিন অথরিটি৷ এ দফায় খরচ হবে ১৫ হাজার কোটি টাকা৷ টাকার যোগান আসবে কোথা থেকে? উত্তর নিজস্ব অর্থ এবং বিশ্ব ব্যাংকের দেয়া সহায়তা৷ ৩০০ কোটি মার্কিন ডলার দেবে তারা৷ আগামী ডিসেম্বরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের ভারত সফরকালে হবে এই বিষযক চুক্তিপত্র৷আর দুষণ মোকাবিলায় সময়কাল ধরা হয়েছে ২০২০ সাল৷

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক