1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তল্লাশি স্থগিত

২৫ মার্চ ২০১৪

ভারত মহাসাগরের যে এলাকায় নিখোঁজ বিমানের খোঁজে তল্লাশি চলছিল, মঙ্গলবার সেখানে শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি৷ ফলে অভিযান স্থগিত রেখেছে কর্তৃপক্ষ৷ এদিকে স্যাটেলাইট থেকে পাওয়া বিমানের সব তথ্য মালয়েশিয়ার কাছে চেয়েছে চীন৷

https://p.dw.com/p/1BVMo
Malaysia Airlines Flug MH 370 Demonstration Angehörige
বিমান যাত্রিদের স্বজনদের দাবি ‘মালয়েশিয়া মিথ্যেবাদী'ছবি: Reuters

অস্ট্রেলিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার দিনভর বৃষ্টি হলেও বুধবার সকাল থেকে আবহাওয়া অনুকূল হতে পারে৷ ফলে বুধবার আবারও শুরু হবে তল্লাশি অভিযান৷ অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর উপ-প্রধান এয়ার মার্শাল মার্ক বিনসকিন জানিয়েছেন, ‘‘আমরা খড়ের গাদায় সূচ খুঁজছি না৷ বরং খড়ের গাদাটা কোথায় সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি৷''

মঙ্গলবার পার্লামেন্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, ‘‘তল্লাশি অভিযানে দীর্ঘ সময় লাগতে পারে এবং হয়ত আমাদের কঠিন ও অপ্রত্যাশিত কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে৷'' সোমবার রাতে মালয়েশীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেন বোয়িং ৭৭৭ সমুদ্রে তলিয়ে গেছে এবং আরোহীদের কেউই বেঁচে নেই৷ নাজিব বলেন, জায়গাটি অত্যন্ত দুর্গম এবং প্রত্যন্ত৷ আর তাই গভীর সমবেদনা এবং দুঃখের সঙ্গে আমাকে জানাতে হচ্ছে যে, নতুন তথ্যমতে, ফ্লাইট এমএইচ৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরেই বিলীন হয়েছে

স্বজনদের বিক্ষোভ

বিমানটির যাত্রীদের বেশিরভাগই ছিলেন চীনের নাগরিক৷ বেইজিং-এর একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণা শুনে দুঃখে কেঁদে ফেলেন অনেকেই৷ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর বেইজিং এ মালয়েশীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেন বিমান যাত্রিদের স্বজনেরা৷ তারা স্লোগান দিতে থাকেন ‘মালয়েশিয়া মিথ্যেবাদী'৷ তাদের পরনে ছিল সাদা টিশার্ট যাতে লেখা ছিল ‘এমএইচ৩৭০'-র জন্য প্রার্থনা করো'৷

এদিকে, চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জি হ্যাংসেং বেইজিং-এ অবস্থানরত মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে বলেছেন, কী কারণে নাজিব রাজাক এ ধরনের ঘোষণা দিলেন তার প্রকৃত কারণ জানতে চান তাঁরা৷ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ব্রিটেনের কাছে হারিয়ে যাওয়া বিমানটি সম্পর্কে সব তথ্য-উপাত্ত চেয়ে পাঠিয়েছে৷

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া এয়ারলাইন্সের চেয়ারম্যান নূর মোহাম্মদ ইউসুফ বলেছেন, বিমানটির হারিয়ে যাওয়ার সঠিক কারণ জানতে দীর্ঘ সময় লাগতে পারে৷ এখনো তদন্ত চলছে এবং পরিস্থিতি এত জটিল যে বলা যায় না কখন এর সমাধান জানা যাবে৷ এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি এবং তল্লাশি অভিযান ও তদন্ত অব্যাহত রাখার ব্যাপারে সহায়তার প্রস্তাব নিয়েছেন৷

Suche Malaysian Airlines MH370 22.03.2014
সাগরে ভাসমান এই বস্তুকে বিমানের ধ্বংসাবশেষ মনে করা হচ্ছেছবি: Reuters

বিশেষজ্ঞদের ধারণা

স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া সবশেষ তথ্যে বিমানটির অবস্থান জানা যায়নি, কিন্তু সমুদ্রের কোন জায়গায় এটি বিধ্বস্ত হয়েছে তার একটি ধারণা এ থেকে পাওয়া যেতে পারে৷

সোমবার অস্ট্রেলিয়া ও চীনা অনুসন্ধানী বিমান জানিয়েছিল, পার্থ শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২,৫০০ কিলোমিটার দূরে দুটি বস্তুর সন্ধান পেয়েছে তারা৷ তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ২৪ ঘণ্টা বিরতির কারণে ঐ বস্তুগুলো সেখান থেকে সরে গিয়ে থাকতে পারে বা তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিশেষজ্ঞরা বলছেন, বিমানটির ধ্বংসাবশেষ এবং ব্ল্যাক বক্স খুঁজে পেতে কয়েক বছর লেগে যেতে পারে৷ কেননা সমুদ্রের পানির উচ্চতা কোথাও কোথাও ৭০০০ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে৷

৮ই মার্চ বিমানটি ওড়ার এক ঘণ্টার মধ্যে রাডারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়৷ তাই তদন্ত কর্মকর্তাদের ধারণা বিমানের ভেতরে কেউ বিমানটির যোগাযোগ ব্যবস্থা অচল করে দিয়েছিল৷ মিলিটারি রাডারের একটি অংশের তথ্য থেকে জানা যায়, এটি পশ্চিম দিকে যাচ্ছিল এবং মালয়েশিয়ার দিকে ফেরে এসেছিল এবং বিমান চালকের নিয়ন্ত্রণে ছিল এটি৷

অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি বা এএমএসএ জানিয়েছে, প্রচণ্ড বাতাস, প্রবল বৃষ্টি এবং ঘন মেঘের কারণে মঙ্গলবার ঐ জোনে বিমানটির নিরাপদে থাকার কোন সম্ভাবনা নেই৷ কেননা সেখানে ৬ মিটার উঁচু ঢেউ উঠছে৷

বিশেষজ্ঞরাও এও বলছেন, যদি অনুসন্ধানকারীরা নিখোঁজ বিমানটির ব্ল্যাক বক্স খুঁজেও পায়, সেটি রহস্যের কোনো কিনারা করতে পারবে না৷ কেননা ব্ল্যাক বক্সে বিমান নিখোঁজের আগে মাত্র দুই ঘণ্টা পাইলট ও নিয়ন্ত্রণ প্যানেলের মধ্যে কথোপকথন ধারণ করা থাকে৷ অর্থাৎ মালয়েশিয়া ও ভিয়েতনামের মধ্যে থাকাকালীন যে কথোপকথন হয়েছে, সেটি থাকার সম্ভাবনা নেই বললেই চলে৷ কিন্তু এটা দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়৷

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ায় ‘আন্ডার সি নেভি ড্রোন' পাঠাবে৷ সেই সাথে উচ্চতা ক্ষমতা সম্পন্ন একটি ডিভাইসও পাঠাবে৷ জার্মানিও গভীর সমুদ্রে তল্লাশির জন্য ‘অ্যাবিস' ডুবোজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে৷

গত ৮ই মার্চ মালয়েশিয়া এয়ারলাইনের বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে উধাও হয়ে যায়৷ তারপর থেকে ব্যাপক আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি৷

এপিবি/এসবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য