1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুজনে চুপি চুপি কথা বলায় ‘বাল্যবিবাহ'

৪ ডিসেম্বর ২০১০

সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার মালামাল সরানো শুরু হয়েছে৷ রয়েছে পৌর নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রতিবেদন৷ আর ক্রিকেটের বিজয়ের দিনে সাবেক অধিনায়কের কান্নার খবর৷

https://p.dw.com/p/QPVA
দক্ষিণ এশিয়ায় এখনো বাল্যবিবাহের খবর শোনা যায় আছে (ফাইল ফটো)ছবি: AP

সেনানিবাসের বাড়ি

‘সেনানিবাসের বাড়ি থেকে মালামাল সরিয়ে নেওয়া শুরু' - দৈনিক প্রথম আলো করেছে এই শিরোনাম৷ ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে গুলশান, ধানমন্ডি ও বারিধারায়৷ খালেদা জিয়া পরিবারের পাঁচটি গাড়িও সরিয়ে নেওয়া হয়েছে৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে, ‘খালেদার আসবাবপত্র উঠেছে বাড়িধারার ভাড়া বাড়িতে'৷ শুক্রবার সকাল থেকেই বিরোধী নেত্রীর মালামাল সরানো শুরু হয়৷ আজও চলবে এই কর্মকাণ্ড৷ এখানে বলে রাখা ভালো, ৩৮ বছর সেনানিবাসের মইনুল সড়কের ছয় নম্বর বাড়িতে ছিলেন খালেদা জিয়া৷ কিন্তু আদালতের নির্দেশে গতমাসে এই বাড়ি ছাড়তে হয় তাঁকে৷

পৌর নির্বাচন

‘পৌর নির্বাচনে মহাজোটের একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত' - নির্বাচন সম্পর্কে দৈনিক যুগান্তর জানাচ্ছে এই তথ্য৷ শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পৌর নির্বাচনে মহাজোটগতভাবে প্রার্থী দেবার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘পৌরসভায় নির্বাচনী হাওয়া'৷ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ শুরু করেছেন৷

আশরাফুলের কান্না

দৈনিক কালের কণ্ঠ দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘আশরাফুলের কান্না'৷ শুক্রবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় পায় স্বাগতিকরা৷ কিন্তু জয়ের দিনটি শুরু হয়েছিল আশরাফুলের কান্না দিয়ে৷ সকালে দল ঘোষণার সময় একাদশ থেকে আশরাফুলকে বাদ দেওয়া হয়৷ এসময় সাবেক এ অধিনায়ক আর অভিমান ধরে রাখতে পারেননি৷ অশ্রুভেজা চোখে চলে যান ড্রেসিংরুমে৷

বাল্যবিবাহ

‘নির্জনে কথা বলায় গ্রাম্য সালিসে বাল্যবিবাহ'৷ রবিশাল জেলায় ১৫ বছর বয়সি এক ছেলে নির্জনে কথা বলেছিল ১১ বছর বয়সি এক মেয়ের সঙ্গে৷ এসময় স্থানীয় যুবকরা হাতেনাতে ধরে ফেলে তাদের৷ এরপর এলাকার সুনাম রক্ষার্থে মাতবররা তাদের বিয়ে দিয়ে দেয়৷ দৈনিক কালের কণ্ঠ প্রকাশ করেছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম