1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থ্রিজি প্রযুক্তি

জাহিদুল হক২২ অক্টোবর ২০১২

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক থ্রিজি প্রযুক্তির ‘পরীক্ষামূলক বাণিজ্যিক সেবা’ চালু করেছে সম্প্রতি৷ পরবর্তীতে অন্যান্য মোবাইল অপারেটররাও এই প্রযুক্তি চালুর সুযোগ পাবে৷

https://p.dw.com/p/16U7p
ছবি: picture-alliance/dpa

তথ্য প্রযুক্তি বিষয়ক সাংবাদিক ও ‘ইন্টারনেট সোসাইটি' সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, থ্রিজি পুরোপুরি চালু হলে গ্রাহকরা আগের চেয়ে দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবে৷ এছাড়া করা যাবে ভিডিও কল৷ মোবাইল সেটে দেখা যাবে টেলিভিশনও৷ চাইলেই কেউ নিজের ইন্টারনেটে লাইভ খেলা দেখতে পারবে৷ জিপিএস প্রযুক্তি ব্যবহার করে পথ নির্দেশনাও পাওয়া যাবে৷ মোবাইল ভিত্তিক বিভিন্ন সেবা আরও দ্রুত গতির হবে৷ ই-কমার্স সেবাও সম্প্রসারিত হবে৷

BM/221012/Interview: Bangladesh launches 3G services - MP3-Mono

কাওছার উদ্দীন বলেন, আজকাল প্রায় সব স্মার্টফোনেই থ্রিজি সুবিধা পাওয়া যায়৷ আর বাংলাদেশে এখন ছয় সাত হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাচ্ছে৷ ফলে সাধারণ মানুষের কাছে থ্রিজি সেবা পৌঁছে দেয়া যাবে৷ তবে তিনি বলেন, থ্রিজি থেকে কী কী সুবিধা পাওয়া যাবে সেটা সাধারণ মানুষকে জানানোর উদ্যোগ নিতে হবে৷

বর্তমানে টেলিটকের ‘গ্র্যাভিটি' ক্লাবের সদস্যরা এবং কয়েকদিন পর থেকে সাধারণ গ্রাহকরা প্যাকেজ সেবা গ্রহণের মাধ্যমে এই থ্রিজি সেবা পাবেন৷ প্রথম দফায় ঢাকা ও এর আশেপাশের এলাকায় থ্রিজি সেবা পাওয়া যাচ্ছে৷ পরবর্তীতে অন্যান্য শহরেও এই সেবা ছড়িয়ে দেয়া হবে৷

কাওছার উদ্দীন বলেন, টেলিটক সেবা চালু করলেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে৷ তবে যেহেতু এটা পরীক্ষামূলক সেবা তাই অচিরেই টেলিটিক সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য