1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থেমে নেই নিষিদ্ধ হিযবুত তাহরীর

১০ মে ২০১০

নিষিদ্ধ ঘোষণার পরও বাংলাদেশে থেমে নেই হিযবুত তাহরীরের কার্যক্রম৷ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৎপর রয়েছে৷ সংগঠনের ১৪ জন কর্মী গ্রেপ্তার হবার পর তারা তাদের তৎপরতার কথা স্বীকার করেছে৷

https://p.dw.com/p/NKTM
প্রতীকী ছবিছবি: AP Graphics

রাষ্ট্র বিরোধী কার্যকলাপ এবং ইসলামের নামে উগ্রবাদী তৎপরতা চালানোর অভিযোগে গত বছরের ২৩শে অক্টোবর বাংলাদেশে হিযবুত তাহরীর নামে জঙ্গি ইসলামী সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়৷ এরপর হিযবুত তাহরীর বাংলাদেশের প্রধান মহিউদ্দিন আহমেদকে গৃহবন্দি করা হয়৷ তারপরও হিযবুত তাহরীরের তৎপরতা বন্ধ না হওয়ায় গত ২০শে এপ্রিল তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান হয়৷ গ্রেপ্তার করা হয় সেকেন্ড ইন কমান্ড কাজী মোরশেদুল হককে৷ কিন্তু তারপরও থেমে নেই হিযবুত তাহরীর৷ লিফলেট বিলির সময় গত ২ দিনে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে গ্রেপ্তার হওয়ার পর তারা অকপটে সাংগঠনিক তৎপরতায় জড়িত থাকার কথা স্বীকার করেছে৷

অন্যদিকে বাড্ডা এলাকা থেকে আটক হওয়া হিযবুত তাহরীর কর্মীরা দাবি করেন, হিযবুত তাহরীরকে অবৈধভাবে নিষিদ্ধ করা হয়েছে৷ তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে৷ বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ জানান, বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় যাদের তারা বৈঠক করছিলেন৷তাদের কাছ থেকে লিফলেট ও বইপত্র উদ্ধার করা হয়েছে৷

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হিযবুত তাহরীর কর্মীদের তৎপরতার খবর তাঁরা পাচ্ছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক