1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাইল্যান্ড পেতে যাচ্ছে প্রথম মহিলা প্রধানমন্ত্রী

৪ জুলাই ২০১১

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা৷ ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন৷ তার প্রায় পাঁচ বছর পর দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাঁরই ছোট বোন ইঙ্গলাক সিনাওয়াত্রা৷

https://p.dw.com/p/11oLp
ইঙ্গলাক সিনাওয়াত্রাছবি: AP

নির্বাচনের সর্বশেষ

নির্বাচন কমিশন বলছে ভোট গণনা শেষ৷ মোট ৫০০ আসনের মধ্যে ইঙ্গলাকের দল পেয়েছে ২৬৫ আসন৷ অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি৷ আর বর্তমান প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভার দল পেয়েছে ১৫৯ আসন৷ ইঙ্গলাক বলছেন, যদিও তাঁর দল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে তবুও তিনি জোট সরকার গঠন করবেন৷ বিশ্লেষকরা বলছেন সেনাবাহিনী যেন কোনো ছুতোয় অভ্যুত্থান করতে না পারে সেজন্য কয়েকটি দল নিয়ে সরকার গঠন করা হতে পারে৷ উল্লেখ্য, থাইল্যান্ডে প্রায়ই অভ্যুত্থান হয়ে থাকে৷ এখন পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে, অভ্যুত্থানও হয়েছে প্রায় সমান সংখ্যক৷

দেশে ফিরবেন থাকসিন?

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন এখন দুবাইতে স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন৷ দুর্নীতির দায়ে তাঁর যে সাজা হয়েছে সেটা এড়াতেই তিনি দেশের বাইরে রয়েছেন৷ এখন তাঁর বোন প্রধানমন্ত্রী হচ্ছেন৷ তবে এখনই দেশে ফিরে কোনো সমস্যার সৃষ্টি করতে চান না থাকসিন৷ তবে ডিসেম্বরে মেয়ের বিয়ে উপলক্ষ্যে দেশে যেতে চান তিনি৷ উল্লেখ্য, বিশেষজ্ঞরা মনে করছেন থাকসিন দেশে ফিরলে সেনাবাহিনী আবার তাঁর পেছনে লাগতে পারে৷ এছাড়া ধণিক শ্রেণির লোকজনও থাকসিনকে পছন্দ করেনা৷ ফলে ‘হলুদ জামাধারীরা' আন্দোলন শুরু করতে পারে৷

Thailand Wahlen Puea Thai Yingluck Shinawatra Rothemden Flash-Galerie
সংবাদ সম্মেলনে ইঙ্গলাকছবি: dapd

ইঙ্গলাক সিনাওয়াত্রা

তিনি রাজনীতিতে নতুন৷ ছিলেন মূলত ব্যবসায়ী৷ রাজনীতিতে তাঁর প্রধান পরিচয় তিনি থাকসিন সিনাওয়াত্রার বোন৷ থাকসিন তাঁর বোনকে নিজের ‘ক্লোন' বলে আখ্যায়িত করেছেন৷ নির্বাচনী প্রচারণার সময় সাধারণ মানুষের সঙ্গে ভালভাবে মিশে গিয়েছিলেন ইঙ্গলাক৷ যেটা তাঁর জন্য সুফল বয়ে এনেছে৷ স্নাতক পড়েছেন নিজ দেশে৷ তবে স্নাতকোত্তর করেছেন যুক্তরাষ্ট্র থেকে৷

বিশ্বের প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে৷ নির্বাচনে ৭৫ শতাংশ ভোট পড়ায় তার প্রশংসা করেছে দেশটি৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুলান্ড বলেছেন, কে থাইল্যান্ডকে নেতৃত্ব দেবে সেটা নির্বাচিতরাই ঠিক করবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম