1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী আইন নিয়ে বিতর্ক

নিক মার্টিন/এপিবি১ সেপ্টেম্বর ২০১৩

এশিয়ার বিভিন্ন দেশে যেখানে সমকামিতা অবৈধ, সেখানে থাইল্যান্ডে সমকামিতা বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে৷ কিছুদিন পরে হয়ত সমকামীদের মধ্যে বিয়ে সেখানে বৈধতাও পেতে পারে৷

https://p.dw.com/p/19ZVC
ছবি: picture-alliance/dpa

১৯৫৬ সাল৷ সেসময় ব্রিটেন আর ইংল্যান্ডে সমকামিতা বিষয়টি নিয়ে আলোচনারও সুযোগ ছিল না, অথচ সেসময় থাইল্যান্ডে কিন্তু সমকামিতা অনেকটাই আলোচ্যবিষয়৷

গত ২০ বছরের মধ্যে এ বিষয়টিতে থাইল্যান্ডের মানুষের চিন্তাধারায় পরিবর্তন এসেছে৷ এমনকি সমকামিতার বিষয়টি থেকে সেনাবাহিনী নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে এটিকে মানসিক ব্যাধি হিসেবেও মনে করা হয় না৷

থাইল্যান্ডবাসীর জীবনধারণের অন্যতম অংশ হয়ে ওঠায় এটিকে বিকল্প জীবনধারণের অংশ হিসেবেও গ্রহণ করছেন অনেকে৷

অবশ্য এখনও থাইল্যান্ডের অনেক অধিবাসী এ বিষয়ে মনের দিক থেকে উদার নন এবং সমলিঙ্গ বিবাহ মেনে নেয়ার মতো মানসিকতা এখনও তাঁদের গড়ে উঠেনি৷

Symbolbild Homosexualität Lateinamerika
পঞ্চাশের দশকেও থাইল্যান্ডে সমকামিতা বিষয়টি আলোচিত ছিলছবি: picture-alliance/dpa

গত বছর থাইল্যান্ডের এমপি এবং এলজিবিটি (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার) গ্রুপগুলো মিলে একটি খসড়া আইন তৈরি করেছে, যা পাস হলে এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে সমকামী বিয়ে বৈধতা পাবে৷ তবে এটিকে আইনে পরিণত করতে পার্লামেন্টের ২০ এমপির সমর্থন লাগবে, অথবা ১০ হাজার জনগণের স্বাক্ষরসহ আবেদন জমা দিতে হবে৷

সংখ্লা প্রদেশের ডেমোক্র্যাট এমপি উইরাতানা কালায়াসিরি জানালেন, এরই মধ্যে চার হাজার স্বাক্ষর যোগাড় করেছেন৷ সংখ্লা এই আইন বিষয়ক কমিটির প্রধান৷ তিনি বলেন, সাধারণ মানুষের যেসব অধিকার আছে, সমকামীদেরও তা পাওয়া উচিত এবং তিনি তাঁদের সমর্থন করেন৷

প্রজন্মের ব্যবধান

কালায়াসিরির বিশ্বাস, প্রজন্ম ভেদে এ বিষয়ে জনমতের ভিন্নতা রয়েছে৷ সাধারণত যাঁরা এই বিলের বিরোধী তাঁদের বয়স ৪৫ বা তার বেশি বলে জানান তিনি৷ অন্যদিকে বেশিরভাগ তরুণরাই এ বিলের পক্ষে৷ ডয়চে ভেলেকে তিনি জানান, এ জন্যই এটিকে সফল করতে জনসমর্থন প্রয়োজন৷

তবে সমস্যা হলো পার্লামেন্টের বেশিরভাগ এমপির বয়ই ৪৫ বছরের ঊর্ধ্বে এবং এ কারণেই তাঁরা এই বিলের একেবারেই বিরুদ্ধে৷ তবে তাঁর আশা আগামী এক বছরের মধ্যে বিলটি পাস হবে৷

সম্প্রতি সরকারি এক জরিপে দেখা গেছে, থাইল্যান্ডের জনগণের মাত্র ৪০ ভাগ সমকামী বিয়ে সমর্থন করে৷ এ কারণে বিলটি আদৌ পাস হবে কিনা – তা নিয়ে এলজিবিটি সম্প্রদায়ের মধ্যে হতাশা দেখা দিয়েছে৷

থাইল্যান্ডের রেইনবো স্কাই অ্যাসোসিয়েশনের পরিচালক দানাই লিংঝোনরাত জানালেন, তিনটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে – প্রথমত এলজিবিটি সম্প্রদায়ের প্রত্যেকের জন্য একেবারের নতুন একটি সামাজিক অংশীদারিত্ব আইন এবং দ্বিতীয়ত প্রত্যেক যুগলের জন্য একটি নতুন অংশীদারিত্ব আইন এবং তৃতীয়ত সিভিল কোডের অধীনে বৈবাহিক আইন ও পারিবারিক বন্ধনের বিষয়টিতে সংশোধন আনা৷ তার সংস্থা দ্বিতীয় প্রস্তাবটিকে সমর্থন করে বলে জানালেন দানাই৷

Schweden Pride Parade in Stockholm
ছবি: picture-alliance/dpa

সমতা কোথায়?

দানাই ডয়চে ভেলেকে বললেন, এই খসড়াটির ফলে বিভেদ ও দ্বন্দ্ব আরো বাড়বে৷ কেননা বর্তমান আইনে, ১৭ বছর বয়সে যে কেউ বিয়ে করতে পারেন৷ কিন্তু প্রস্তাবিত সামাজিক অংশীদারিত্ব আইনে সমকামী যুগলদের জন্য বয়সটা করা হয়েছে ২০৷ এমনকি বিলে লিঙ্গ পরিবর্তনকারী বা ট্রান্সজেন্ডারদের ম্যারেজ সার্টিফিকেটে জন্মকালীন লিঙ্গের উল্লেখ করতে বলা হয়েছে৷ তাঁর মতে, আদর্শ অংশীদারিত্ব আইন হবে সেটাই, যেখানে লিঙ্গ ভেদেও প্রত্যেক সঙ্গীর সমান অধিকার থাকবে এবং দত্তক বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও সমান অধিকার পাবে সবাই৷

যেসব দেশে সমকামী বিয়ে বৈধ, যেসব দেশের আইন বিশ্লেষণ করেই নতুন আইনের খসড়া প্রস্তাব তৈরি করেছেন বিলের সমর্থনকারী দলগুলো ৷

মানবাধিকার কর্মী মনে করছেন, থাইল্যান্ড গত সাত বছর ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে গেছে৷ ফলে এই আইন পার্লামেন্টে সব দলকে এক হতে সাহায্য করবে৷

আন্তর্জাতিক সম্প্রদায়ও এটিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করবে বলে আশা তাদের৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য