1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাইল্যান্ডে ডেমোক্র্যাটদের ভরাডুবি, জয়ের পথে বিরোধী দল

৩ জুলাই ২০১১

থাইল্যান্ডের নির্বাচনে জয়ের পথে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পুয়ে থাই পার্টি৷ ফলে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন থাকসিনের বোন ইঙ্গলাক৷ তবে উভয় পক্ষই সরকারি ফলের প্রতীক্ষায়৷

https://p.dw.com/p/11oCa
Ruling Democrat Party leader and Prime Minister Abhisit Vejjajiva, left, and his wife Pimphan, right, pose for photo before casting their votes at a polling station in Bangkok, Thailand, Sunday, July 3, 2011. Thais went to the polls Sunday for general election. (AP Photo/Sakchai Lalit)
ভোট দিচ্ছেন আভিজিত ভেজ্জাজিভা এবং তাঁর স্ত্রীছবি: AP

রবিবার সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছে থাইল্যান্ডের জনগণ৷ ভোট শেষে এক সমীক্ষায় দেখা গেছে বিরোধী দল লাল জামাওয়ালাদের ব্যাপক বিজয়৷ অন্যদিকে, থাকসিন সিনাওয়াত্রাকে সরিয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী আভিজিত ভেজ্জাজিভার নেতৃত্বাধীন ডেমোক্র্যাট দলের ভরাডুবি৷ সুয়ান ডাসিত বিশ্ববিদ্যালয়ের তৈরি এই সমীক্ষা অনুসারে, ৫০০ আসনের মধ্যে ৩১৩টি আসনে বিজয়ী হতে যাচ্ছে সিনাওয়াত্রার নেতৃত্বাধীন বিরোধী দল৷ আর ডেমোক্র্যাটরা পাচ্ছে ১৫২টি আসন৷ অবশ্য, ব্যাংককের অ্যাজাম্পশন বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় ২৯৯টি আসনে লাল জামাওয়ালাদের বিজয়ের কথা জানা গেছে৷ তবুও মোটের ওপর সিনাওয়াত্রার সমর্থকদের বিজয় মোটামুটি নিশ্চিত৷

২০০৬ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা থেকে পতন হয়েছিল জনপ্রিয় নেতা থাকসিন সিনাওয়াত্রার৷ এরপর দুর্নীতির অপরাধে তাঁর কারাদণ্ডের রায় হয়৷ কিন্তু এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিহিত করে সেই থেকে দুবাইতে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন টেলিকম পুঁজিপতি থাকসিন সিনাওয়াত্রা৷ রবিবার বিজয়ের আভাস পাওয়ার পর বোন ইঙ্গলাককে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন তিনি৷ এছাড়া থাই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘নির্বাচনের ফলাফলের প্রতি সব দলের শ্রদ্ধা প্রদর্শন করা উচিত৷ নতুবা আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে না৷ আমি মনে করি, জনগণ এখন সমঝোতা চায়৷ তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়৷''

Opposition Phue Thai party's Yingluck Shinawatra arrives at the party headquarters in Bangkok, Thailand, Sunday, July 3, 2011. Exit polls are showing the party allied to ex-Prime Minister Thaksin Shinawatra has won an absolute majority in the fractious country's tense election Sunday. (Foto:Sakchai Lalit/AP/dapd)
দলের কার্যালয়ে ইঙ্গলাক সিনাওয়াত্রাছবি: dapd

থাইল্যান্ডের জনপ্রিয় নেতা থাকসিন সিনাওয়াত্রার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাঁর বোন ইঙ্গলাক৷ রাজনীতিতে নতুন হলেও লাল জামা পরা গ্রামবাসী এবং শহরবাসীর কাছে ইতিমধ্যেই বেশ প্রিয়পাত্রী হয়ে গেছেন ইঙ্গলাক৷ ৪৪ বছর বয়সি এই ব্যবসায়ী ব্যক্তিত্ব এবার দেশটির হাল ধরতে যাচ্ছেন বলেই আশা করা হচ্ছে৷ রবিবার ভোট গ্রহণ শেষ হলে বিকেলে ইঙ্গলাক ছুটে যান পুয়ে থাই দলের সদর দপ্তরে৷ উল্লসিত সমর্থকদের ধন্যবাদ জানান৷ তবে ভাইয়ের মতোই সতর্ক করে দেন যে, ‘‘আমাদের বিজয় ঘোষণার আগে সরকারি ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে৷'' সদা হাস্যোজ্জল ইঙ্গলাক জনতার ভিড়েও ছিলেন বেশ শান্ত এবং স্বাভাবিক৷ প্রসঙ্গত, ইঙ্গলাক চিয়াং মাই বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক এবং অ্যামেরিকার কেনটাকি স্টেট ইউনিভার্সিটি থেকে লোক প্রশাসন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য