1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রি-ডি সিনেমা ‘আভাতার’এর নতুন বক্স অফিস রেকর্ড

৫ জানুয়ারি ২০১০

আবারও এক জাহাজের কাহিনি নিয়ে হলিউড পরিচালক জেমস ক্যামেরুনের ছবি ‘আভাতার’৷ বিশ্বব্যাপী এই ছবি সবচেয়ে দ্রুত টিকিট বিক্রি করে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে এবং এ পর্যন্ত সবচেয়ে ব্যবসা সফল ছবি৷

https://p.dw.com/p/LLOJ
‘আভাতার’ ছবির বিজ্ঞাপনছবি: 20th Century Fox

টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরুন ‘আভাতার' ছায়াছবিতে স্পেশাল এফেক্ট ব্যবহারের মধ্য দিয়ে তাঁর দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছেন৷এবারের ছবিটি বাস্তব কাহিনী ভিত্তিক নয়, তবে এতে কল্পকাহিনীর জগতের বাস্তব রূপ দেয়া হয়েছে৷ ‘আভাতার' ছবির কাহিনি আবর্তিত হয়েছে জাহাজের এক পঙ্গু নাবিককে নিয়ে যিনি বিরাট আকৃতির নীল এলিয়ান গোষ্ঠীর মধ্যে অনুপ্রবেশ করেন৷ ছবিতে আছে লাইভ অ্যাকশন আর ডিজিটাল প্রযুক্তি প্রযোগের এক আশ্চর্য মিশেল৷ ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই এপিকধর্মী সায়েন্স ফিকশন ছায়াছবি এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল ছবি৷

টোয়োন্টিথ সেঞ্চুরি ফক্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রেই এ ছবি ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে৷ আর মাত্র সতের দিনে সিনেমাটি পুরো বিশ্বে ৬৭০ মিলিয়ন ডলার আয় করেছে৷ আর এর মধ্য দিয়ে মাত্র তিন সপ্তাহেই ‘আভাতার' বিশ্বে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যবসসফল সিনেমাগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে চলে এসেছে৷ আর এ যাবৎকালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা টাইটানিকের রেকর্ড ভাঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে ‘আভাতার'৷ এ পর্যন্ত সবচেয়ে বেশি বক্স অফিস সাফল্য পেয়েছে তিনটু ছবি: টাইটানিক (১.৮ বিলিয়ন মার্কিন ডলার), লর্ড অব দ্যি রিংস- দ্যি রিটার্ন অব দ্যি কিংস ( ১.১২ বিলিয়ন মার্কিন ডলার) এবং পাইরেটস অব দ্যি ক্যারিবিয়ান সি- ডেড ম্যান চেস্ট (১.০৭ বিলিয়ন মার্কিন ডলার)৷

Filmszene Avatar
‘আভাতার’ ছবির একটি দৃশ্যছবি: 2009 Twentieth Century Fox

টোয়োন্টিথ সেঞ্চুরি ফক্সের কর্মকর্তা র্বাট লিভিংস্টোন জানিয়েছেন, এ যেন নিয়ন্ত্রণের বাইরে এক যাত্রা, যা শুধু চলতেই থাকবে৷ তিনি আরও বলেন, প্রত্যেকের একবার হলেও ‘আভাতার' দেখা উচিৎ৷ এমন কি যারা সাধারণত সিনেমা দেখেন না তারাও বলছেন এ ছবি তাদের দেখতেই হবে৷ আর এই মানুষগুলোই একবার দেখবার পর বারবার সিনেমাটি দেখেই চলেছেন৷

সায়েন্স-ফিকশন এপিক ‘আভাতার' বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে৷ জার্মানিতেও দর্শক টানছে ছবি৷ চীনে মুক্তির পর আগামী ১৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ইটালিতে৷

বিবিসি জানায়, থ্রি-ডি অর্থাৎ ত্রিমাত্রিক পারফর্মেন্সের কারণে ছবির টিকিটের মূল্য একটু বেশি৷ তবে, হলিউডের বর্তমান মন্দার মরশুমে ‘আভাতার' সিনেমাটি বেশ কিছু দিন অর্থ আনবে ধরে নেয়া যায়৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক