1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরাগ নদীতে ছিটকে পড়েছে বাস, ৪০ যাত্রী নিখোঁজ

১০ অক্টোবর ২০১০

ঢাকার অদূরে আমিনবাজারের তুরাগ নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস৷ ৪০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন৷ মারা গেছেন একজন৷ রোববার দুপুরে দুর্ঘটনা হলেও এখনো হদিস মেলেনি ডুবে যাওয়া বাসের৷

https://p.dw.com/p/Pagc
নদীর পাড়ে স্বজনদের অপেক্ষাছবি: DW

তবে ফায়ার ব্রিগেড, নৌ ও সেনাবাহিনীর ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন৷

ঢাকা থেকে ছেড়ে যাওয়া বৈশাখী পরিবহনের বাসটির সামনের একটি চাকা দুপুর ১২টায় আমিনবাজারে সালেহপুর ব্রীজে উঠার সময় ফেটে যায়৷ এরপর মুহুর্তের মধ্যে ছিটকে পড়ে তুরাগ নদীতে৷

বাসটি যখন নদীতে পড়ে যায় তখন সেখানে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন৷ এর মধ্যে উদ্ধার করা হয় ১০ জনকে৷ তবে পরে এদের মধ্যে একজনের মৃত্যু হয়৷ তার নাম মনোয়ারা খাতুন৷ সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী৷ তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্বজনরা৷ তারা কান্নায় ভেঙে পড়েন৷

দুর্ঘটনার পরপরই বাসটি উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা৷ পরে তাদের সহযোগিতায় এগিয়ে আসে নৌবাহিনীর ডুবুরি দল৷ তবে দীর্ঘক্ষণ পরও বাসটির সন্ধান পাননি তারা৷ বিকেলে ঘটনাস্থলে পৌঁছান স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান৷ তিনি জানান, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে৷

আরো পরে উদ্ধার অভিযান দেখতে যান যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন৷ এ ধরণের দুর্ঘটনার জন্য রাস্তার মেয়াদ উত্তীর্ণ পুরনো গাড়ির চালকদের দায়ী করেন তিনি৷ তিনি বলেন বাসটি মেয়াদ উত্তীর্ণ এবং ফিটনেস বিহীন ছিল৷

ফায়ার সার্ভিস আর নৌবাহিনীর উদ্ধার অভিযানে সাহায্য করতে নৌকা ও ট্রলার নিয়ে এগিয়ে আসে স্থানীয় এলাকাবাসী৷ আর নদীর দু'পাড়ে চলছে স্বজনদের আহাজারি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক