1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্ককে ইউরোপীয় আদালতের জরিমানা

২০ সেপ্টেম্বর ২০০৯

১৯৭৪ সালে সাইপ্রাস আক্রমণের সময় ৯ জন গ্রিক বংশোদ্ভূত সাইবেরীয় নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনায় তুরস্কের ভূমিকার জন্য ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে৷ মানবাধিকার বিষয়ক ইউরোপীয় আদালত শনিবার এই জরিমানার রায় ঘোষণা করে৷

https://p.dw.com/p/Jkks
তুরস্ক ও ইইউ এর পতাকাছবি: AP

এর আগে গত বছর জানুয়ারি মাসে নিম্ন আদালতের রায়ে তুরস্ককে যে জরিমানা করা হয়েছিল - এটা তার সাত গুণ বেশি৷ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে পুনরায় আবেদন করেছিল তুরস্ক সরকার৷ সরকারের দাবি, তুর্কি সেনাবাহিনী মূলত ঐ নয় ব্যক্তিকে আটক করেছিল৷ সেজন্য সরকারের এই ব্যাপারে কোন দায়িত্ব নেই৷ কিন্তু আদালত সরকারের এই ওজুহাত নাকচ করে দেয়৷ কেননা ঐ ৯ ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনা তুরস্কের সীমানার মধ্যেই ঘটেছিল৷

অভিযোগে বলা হয় যে, ঐ ঘটনায় তাদের মানবাধিকার রক্ষা এবং নিখোঁজ হওয়ার পর যথাযথ তদন্ত করতে আঙ্কারা ব্যর্থ হয়েছে৷ নিখোঁজ ঐ নয় ব্যক্তির সবাই গ্রিক-সাইপ্রিয়ট সামরিক বাহিনীর সদস্য ছিল৷ সাক্ষীদের ভাষ্যমতে, ঐ নয়জন সৈন্যকে যুদ্ধের সময় বন্দি করেছিল তুর্কি সেনাবাহিনী৷ এদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু তার ২০ বছর পরে ঐ ব্যক্তির লাশ উদ্ধার হয়৷ তার দেহে বুলেটের আঘাতের চিহ্ন ছিল৷ এই প্রেক্ষিতে তুরস্ককে ২০ হাজার ইউরো জরিমানা এবং নিখোঁজ ব্যক্তিদের ১৮ জন আত্মীয় স্বজনকে মামলা চালানোর সকল ব্যয় প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে৷

উল্লেখ্য, ১৯৭৪ সালের জুলাই মাসে গ্রিসে এক সামরিক জান্তার নেতৃত্বে গ্রিক-সাইপ্রিয়ট সৈন্যরা অভ্যুত্থান করে৷ তবে ঐ ব্যর্থ অভ্যুত্থানের পর তুর্কি সেনাদের অভিযানে সাইপ্রাসের গ্রিক এবং তুর্কি জাতিসত্ত্বার লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়৷ আর সেখানে জন্ম লাভ করে টার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস৷ এটিকে এপর্যন্ত শুধুমাত্র আঙ্কারাই স্বীকৃতি দিয়েছে৷ ভূমধ্যসাগরের এই দ্বীপটির বাকি অংশ সাইপ্রাস প্রজাতন্ত্র হিসেবে পরিচিত৷ সাইপ্রাস ২০০৪ সালের মে মাসে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়