1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তা চুক্তি হবেই, পদ্ধতি শুরু হয়েছে: সুকান্ত

২১ সেপ্টেম্বর ২০১১

তিস্তার জলবন্টন চুক্তি প্রধানমন্ত্রী মনমোহন সিং - এর বাংলাদেশ সফরে হলনা৷ কিন্তু এই চুক্তি হবে বলেই বিশ্বাস করেন দেশ টিভির অন্যতম সম্পাদক সুকান্ত গুপ্ত অলক৷

https://p.dw.com/p/12cvk
Trinamool Congress party leader Mamata Banerjee gestures to Governor M.K. Narayanan, unseen, after taking oath of office as Chief Minister of West Bengal state in Kolkata, India, Friday, May 20, 2011. Banerjee is the first woman Chief Minister of West Bengal state. Congress and its ally Trinamool Congress toppled a 34-year Communist-led government after an aggressive campaign that hammered the leftist coalition on stagnation, corruption, agricultural malaise and industrial decline. (AP Photo/Bikas Das)
তিস্তা চুক্তি ব্যর্থ হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে...ছবি: AP

তিস্তা চুক্তি ড. মনমোহন সিং-এর সফরে না হওয়ায় বাংলাদেশবাসীর প্রত্যাশা একটা বড়সড়ো ধাক্বা খেয়েছে৷ এই সফরের অন্যান্য অর্জনগুলির কথা মনে রাখলেও৷ কারণ, এই চুক্তিটিই ছিল সবচেয়ে বড় প্রত্যাশা৷

তিস্তা চুক্তি ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে৷ এই ঘটনার পর কী মমতার গ্রহণযোগ্যতা এবং তাঁর ইমেজ বিনষ্ট হয়েছে বাংলাদেশে? এ প্রশ্নের জবাবে সুকান্ত গুপ্ত অলক বলছেন, এর জবাব হল রাজনীতি৷ কারণ, পূর্বে ভারতের কেন্দ্র সরকারে মন্ত্রী ছিলেন মমতা৷ পরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন৷ কিন্তু সেখানেই তাঁর রাজনৈতিক যাত্রা শেষ হয়ে যায়নি৷ পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে তিনি এখনও নির্বাচিত নন৷ আগামীতে সেই নির্বাচনে তাঁকে জিততে হবে মুখ্যমন্ত্রীত্বের দাবি অক্ষুণ্ণ রাখতে৷ সে কারনেই, সেই আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে মমতা পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ দেখতে চেয়েছেন৷

Villagers cross the flooded waters of the Asia's largest river, Brahmaputra, on a boat, near village Rekhasapuri, India, Thursday, Aug. 1, 2002. Fed by torrential monsoon rains, flooded rivers have stranded or displaced nearly 13 millions in Bangladesh, India and Nepal. Tens and thousands of flood victims have taken shelter in schools or embankments built to protect towns and villages. (AP Photo/Aman Sharma)
তিস্তার জলবন্টন চুক্তির আগে নদীতে জলের মোট পরিমাণ, তা থেকে কাকে কতটা দেওয়া যেতে পারে ইত্যাদি পরিসংখ্যনগত বিচার বিশ্লেষণ প্রয়োজনছবি: AP

তবে সুকান্ত গুপ্ত অলকের মতে, এই চুক্তি অদূর ভবিষ্যতে অবশ্যই হবে৷ সেটি শুধুই সময়ের অপেক্ষা৷ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুকান্ত গুপ্ত অলকের বক্তব্য, বর্তমানে জাতিসংঘে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পথে হয়তো একটি ঝটিকা সফরে পশ্চিমবঙ্গে যাবেন৷ তাঁর সেই সম্ভাব্য সফরের  ইঙ্গিত তিনি আগেই দিয়েছেন৷ সেই সফরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে৷ আদতে তিস্তার জলবন্টন চুক্তির আগে যেটা করা দরকার, তা হল এই নদীতে জলের মোট পরিমাণ, তা থেকে কাকে কতটা দেওয়া যেতে পারে ইত্যাদি পরিসংখ্যনগত বিচার বিশ্লেষণ৷ সেই কাজটি শুরু হওয়ার প্রয়োজনীয়তা সর্বাগ্রে৷ সুকান্ত গুপ্ত অলক মনে করছেন, শেখ হাসিনা কলকাতায় গেলে সে কাজের সূত্রপাতটা হতেই পারে৷ তারপরে মূল চুক্তির দিকে অগ্রসর হতে আর কোন বাধা থাকবে না৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য