1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তা চুক্তির ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করলো বিএনপি

৮ সেপ্টেম্বর ২০১১

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি দাবি করেছে, সরকারের অদক্ষতার কারণেই ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর বাংলাদেশ সফরে তিস্তার পানিবণ্টন সহ অনেক সম্ভাবনা কাজে লাগানো যায়নি৷

https://p.dw.com/p/12UtE
ঢাকা সফরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রীছবি: dapd

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাংলাদেশ খুশি হতে পারেনি তবে তিস্তা চুক্তির ব্যাপারে আশাবাদী৷ তিনি বলেন, উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে ফেরত দেয়ার ব্যাপারে সরকারের কিছু করার নেই, এটি আদালতের বিষয়৷

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বাংলাদেশ সফর নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় প্রধান বিরোধী দল বিএনপি৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, সরকারে অদক্ষতার কারণেই এই সফর ব্যর্থ হয়েছে৷ তার দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কিছু অনির্বাচিত কর্মকর্তাদের দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বাংলাদেশ পায়নি তিস্তার পানি৷ তিনি সব চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি জানান৷

এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী জানান, মনমোহনের ঢাকা সফরের ফলাফলে সরকার খুশি হতে পারেনি, তবে আশাবাদী৷ তিনি মনে করেন, তিস্তার পানিবণ্টন চুক্তি হবে৷ এবং বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতেই তিস্তার পানিবণ্টন চুক্তি করতে চায়৷

ইতিমধ্যেই বাংলাদেশ আটক কিছু ভারতীয় বিচ্ছিন্নতাবাদীকে সেদেশের হাতে তুলে দেয়া হয়েছে৷ উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত দেয়ার প্রক্রিয়া কতদূর জানতে চাইলে ড. গওহর রিজভী জানান, এব্যাপারে সরকারের কিছু করণীয় নেই৷ আদালতের বিষয়৷ আদালত অনুমতি দিলে সরকার ব্যবস্থা নিতে পারে৷

এদিকে মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময়ের উদ্যোগ না নেয়ায় ছিটমহলগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে৷ কুড়িগ্রামে বিক্ষোভ চলছে আর পঞ্চগড়ে আমরণ অনশন শুরু করছেন ছিটমহলবাসীরা৷

সাউন্ড আপ

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান