1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী

২৮ ডিসেম্বর ২০১১

জাপনের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোডা আজ নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হন৷ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বেসামরিক পরমাণু সহযোগিতা৷

https://p.dw.com/p/13agH
Yoshihiko Noda, new leader of the ruling Democratic Party of Japan, reacts before Japan's lower house elected Noda as the country's new prime minister, at the parliament in Tokyo Tuesday, Aug. 30, 2011. (Foto:Koji Sasahara/AP/dapd)
জাপানের প্রধানমন্ত্রীর এই প্রথম ভারত সফরছবি: dapd

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোডা প্রথম ভারত সফরে এসে আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হন৷ আলোচনা হয় ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু নিয়ে৷ তবে শীর্ষবিন্দু ছিল উভয় দেশের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা৷ বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী নোডা বলেন, পরস্পরের গ্রহণযোগ্য ফল অর্জিত হবে বলে তিনি আশাবাদী৷ তবে নতুন দিল্লিকে মনে রাখতে হবে পরমাণু নিরস্ত্রীকরণ এবং পরমাণু পরীক্ষা বন্ধের বিষয়ে জাপানের স্পর্শকাতরতার দিকটি৷ তিনি অবশ্য বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি সম্পাদনের পূর্বশর্ত হিসেবে ব্যাপক পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি সই করার কথা বলেনি৷

epa02888107 President of the Democratic Party of Japan, Yoshihiko Noda (C) stands up to applause following his election as the new Prime Minister of Japan at the Diet Building in Tokyo, Japan, 30 August 2011. To Noda's right is outgoing Prime Minister Naoto Kan (C) and outgoing Industry Minister Banri Kaieda (R). EPA/EVERETT KENNEDY BROWN
এ বছরের আগস্ট মাসে ইয়োশিকো নোডা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেনছবি: picture alliance/dpa

এতদিন জাপান ভারতের সঙ্গে অসামরিক পরমাণু সহযোগিতায় কোনরকম আগ্রহ দেখায়নি, যেহেতু ভারত পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তিতে সই করেনি৷এখন সেই অবস্থান থেকে সরে আসার কারণ প্রসঙ্গে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধরি ডয়চে ভেলেকে বললেন, জাপানের প্রধানমন্ত্রীর এই সফরে যে বদলটা দেখতে পাচ্ছি, তার কারণ ভূ-রাজনৈতিক৷ এশিয়ার রাজনীতিতে চীনের উত্থান যেভাবে হয়েছে সেই জায়গা থেকে দেখতে গেলে দেখা যাবে চীনের সঙ্গে জাপানের সংঘাতের কতগুলো পরিস্থিতি তৈরি হয়েছে৷ ভিয়েৎনাম ও তার পার্শ্ববর্তী এলাকায় জ্বালানির ওপর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ভারতের সঙ্গেও চীনের একটা চাপানউতোর হয়েছে৷ জ্বালানি রাজনীতির দিক থেকে ভারত-জাপান সমঝোতা জরুরি এবং সেক্ষেত্রে জাপানেরও দরকার ভারতকে৷এই জায়গা থেকেই জাপানের মানসিকতার এই পরিবর্তন৷

City : Guwahati Country : India Source : UNI GUWAHATI, APR 2 (UNI):- Prime Minister Manmohan Singh addressing an election campaign rally at Juria in Nagaon District of Assam, about 120 Km away from Guwahati on Saturday. UNI PHOTO-44U
ভূ-রাজনৈতিক, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ আলোচনার মূল বিষয়ছবি: UNI

শিল্প ও বণিকসভায় দেয়া ভাষণে জাপানি প্রধানমন্ত্রী নোডা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন৷ যারমধ্যে আছে দিল্লি-মুম্বই শিল্প করিডোর প্রকল্পে ৮৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ, ভারতে অতি দ্রুতগতির বুলেট ট্রেন প্রকল্প ইত্যাদি৷ উভয় দেশ এক হাজার কোটি ডলারের পণ্য বিনিময় চুক্তিতে সই করেছে৷

পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা প্রধানমন্ত্রী নোডার সঙ্গে সাক্ষাৎ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন৷ ভারত ও জাপান মনে করে উত্তর কোরিয়ার সাম্প্রতিক পটপরিবর্তনে ফলে এই অঞ্চলের শান্তি ও সুস্থিতি যাতে বিঘ্নিত না হয় তারজন্য বিভিন্ন দেশের সঙ্গে ঘনিষ্ট সমন্বয় জরুরি৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য