1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় বৈধ রিকশা ১ লক্ষ আর অবৈধ ১০ লাখ

২৯ মার্চ ২০১১

ঢাকায় রিকশাচালকদের গাড়ি ভাঙচুর, বিশ্বকাপ ক্রিকেট এবং তত্ত্বাবধায়ক সরকারে পরিবর্তন – এসবই মঙ্গলবারের পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/10jNP
ছবি: DW/H. Swapan

গাড়ি ভাঙচুর

ঢাকার বিভিন্ন সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে ঘটনাটি ঘটেছে৷ বেশিরভাগ পত্রিকারই প্রধান খবর এটি৷ যানজট কমাতে এর আগেও ঢাকার বিভিন্ন রাস্তায় রিকশা চলাচল বন্ধ করা হয়েছে৷ সর্বশেষ যে সড়কটি বন্ধ করা হয়েছে সেটা হচ্ছে কাকরাইল থেকে মালিবাগ-মৌচাক হয়ে রামপুরা ও মগবাজার পর্যন্ত সড়ক৷ এর প্রতিবাদে প্রায় শতাধিক গাড়ি ভাঙচুরের খবর দিচ্ছে পত্রিকাগুলো৷ এছাড়া আতঙ্কিত যাত্রীদের ছবিও ছেপেছে কয়েকটি পত্রিকা৷ বিক্ষোভের সময় পর্যাপ্ত পুলিশ না থাকার কথা জানিয়েছে সমকাল সহ অন্যান্য পত্রিকা৷ আর ডেইলি স্টারে এই ঘটনা নিয়ে প্রতিবেদনের পাশাপাশি আরেকটি প্রতিবেদন ছাপা হয়েছে৷ যেখানে বলা হচ্ছে ঢাকায় অবৈধ রিকশার পরিমাণ ক্রমেই বাড়ছে৷ বর্তমানে বৈধ রিকশার সংখ্যা যেখানে এক লাখ৷ সেখানে অবৈধ রিকশার সংখ্যা প্রায় দশ লক্ষ!

বিশ্বকাপ

শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যে হতে যাচ্ছে প্রথম সেমিফাইনাল৷ সমকাল বলছে আজকের ম্যাচ থেকে একটা না একটা ইতিহাস রচিত হতে যাচ্ছে৷ কারণ শ্রীলঙ্কা জিতলে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের দুটি দেশই হবে উপমহাদেশ থেকে৷ আর নিউজিল্যান্ড জিতলে সেটা হবে তাদের জন্য একটা রেকর্ড৷ কারণ এর আগে পাঁচবার সেমিফাইনালে খেললেও একবারও ফাইনালে যাওয়া হয়নি কিউইদের৷ তবে আজকের ম্যাচের চেয়ে আগামীকালের সেমিফাইনাল নিয়েই বেশি মাতামাতি রয়েছে পত্রিকাগুলোতে৷ কারণ ভারত-পাকিস্তান ম্যাচ৷ এই ম্যাচের আগে পাকিস্তানি খেলোয়াড়দের পাতানো খেলায় জড়িত না হওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী৷ ইত্তেফাক দিয়েছে খবরটি৷

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পরিবর্তন

প্রথম আলোর প্রধান প্রতিবেদন এই বিষয়টি নিয়ে৷ পত্রিকাটি বলছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি আজ, কাল ও পরশু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আলোচনা করবে৷ এই ব্যবস্থায় বড় ধরনের সংশোধনী আনার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে প্রথম আলো৷ যেমন এর মধ্যে একটি হতে পারে যে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেঁধে দেয়া হতে পারে৷ এছাড়া আদৌ এই ব্যবস্থা অব্যাহত রাখার প্রয়োজন আছে কি না, সেটা নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম