1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় এফবিআই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ মার্চ ২০০৯

বিডিআর সদর দফতরে বিদ্রোহ এবং সেনা কর্মকর্তা হত্যার ঘটনা তদন্তে সহায়তার জন্য মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এর দু’জন কর্মকর্তা রোববার বিকেলে ঢাকা এসেছেন৷

https://p.dw.com/p/H80M
এফবিআই এর লোগো

তারা ভারত থেকে ঢাকায় আসেন বলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন এফ মরিয়ার্টি জানিয়েছেন৷ রাতে তারা সিআইডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন৷ সোমবার তাদের বিডিআর সদর দফতর পরিদর্শনের কথা৷ জানা গেছে এফবিআইয়ের এই দলটি তাদের কাজের জন্য কি কি জিনিষ প্রয়োজনীয় তা ঠিক করবে৷ প্রাথমিক তদন্ত শেষে কি ধরনের তদন্ত কর্মকর্তা প্রয়োজন তা জানানো হবে সদর দফতরকে ৷ সে অনুযায়ী আরো কর্মকর্তা তাদের সঙ্গে ঢাকায় এসে যোগ দেবেন৷

পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপুমনি জানিয়েছেন, এফবিআই এর কাছে তদন্তে প্রযুক্তি ও কৌশলগত সহায়তা চাওয়া হয়েছে৷ তদন্ত কমিটি এফবিআইকে তাদের তদন্ত সীমানা ঠিক করে দেবে৷ তিনি জানান বৃটিশ স্কটল্যান্ড ইয়ার্ডও শিগগির ঢাকায় এসে তদন্তে যোগ দেবে৷

এর আগে ২১শে আগস্টের গ্রেনেড হামলার তদন্তেও এফবিআইসহ বিদেশী তদন্তকারীরা ঢকায় এসেছিলেন৷ তখন তারা তদন্তে সফল হতে পারেনি, সাংবাদিকদের এমন কথার জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, তখন তাদের সহায়তা করা হয়নি৷ লোক দেখানোর উদ্দেশ্যে তাদের আসা হয়েছিল৷ তাই তারা কাজ করতে পারেননি৷ এবার তাদের পূর্ণ সহায়তা দেয়া হবে৷

ঢাকায় বৃটিশ রাষ্ট্রদূত স্টিভেন ইভান্স বলেছেন তদন্তে সহায়তার আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছে তার সরকার৷ স্কটল্যান্ড ইয়ার্ডের ঢাকা আসার প্রস্তুতি চলছে৷ পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানায় ইন্টারপোলেরও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ৷