1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার বহুতল ভবনগুলো মৃত্যুফাঁদ

১২ ফেব্রুয়ারি ২০১০

ঢাকার ৫০ ভাগ আধুনিক বহুতল ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই৷ ফলে এগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে৷ অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটির কারণে একটি ভবনে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/LzsB
ফাইল ফটোছবি: AP

শুক্রবার ভোররাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার জাপান গার্ডেন সিটি নামে একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে একই পরিবারের ৭ জন নিহত হলে প্রতিবেশীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন৷ তারা অভিযোগ করেন, এই আধুনিক ভবনে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যাবস্থা ছিলনা৷

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ ডয়েচে ভেলেকে আধুনিক ভবনে অগ্নি নির্বাপন ত্রুটির কথা জানান৷

তিনি বলেন, ঢাকার কমপক্ষে ৫০ ভাগ আধুনিক বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই৷ এজন্য ৩০০ ভবন মালিককে নোটিশ দেয়া হয়েছে৷ কিন্তু তারা জবাব দিচ্ছেন না৷

তিনি জানান, এসব কারণে আগুন লাগার পর ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে৷ গত বছর রাজধানীতে আগুনে ১০২ জন নিহত হয়েছে৷

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, এ ধরণের বহুতল ভবন নির্মানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে৷

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, তারা শিগগিরই মোবাইল কোর্টের্র মাধ্যমে এসব ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করবেন৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক