ঢাকার পলাশ খান জিতলেন আইপড! | পাঠক ভাবনা | DW | 10.02.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ঢাকার পলাশ খান জিতলেন আইপড!

ডয়চে ভেলের বিশেষ অন্বেষণ ধাঁধা প্রতিযোগিতার এবারের বিজয়ী ঢাকার পলাশ খান৷ বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ নিয়ে তৈরি এই ধাঁধার প্রতিযোগিতার বিজয়ী পাবেন একটি আইপড৷

অন্বেষণ কুইজের প্রশ্ন ছিল: সোলার থার্মাল সিস্টেম কোন দেশে তৈরি হয়েছে? উত্তর: জার্মানি৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় প্রশ্নের উত্তর জমা পড়েছে ৫৮৮টি৷

সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ আমাদের এবারের বিজয়ী পলাশ খান৷ আপনাকে অভিনন্দন৷ দয়া করে আপনার বিস্তারিত ঠিকানা, টেলিফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতার মেসেজ বক্সে অথবা bengali@dw.de ই-মেল ঠিকানায় পাঠিয়ে দিন৷ এছাড়া, যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

প্রসঙ্গত, ডয়চে ভেলের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ সংক্রান্ত টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ মোবাইলে ডাউনলোড করে দেখতে আগ্রহী অনেক দর্শক৷ তাদের জন্য রয়েছে ভিডিও আরএসএস ফিড৷ স্মার্টফোনে থাকা পডকাস্ট অ্যাপ-এ এই আরএসএস লিংক সেটআপ করতে হবে৷ একবার লিংক যোগ করার পর ডয়চে ভেলের অনুষ্ঠান নিয়মিত পৌঁছে যাবে আপনার মোবাইলে৷ ডেস্কটপ, ল্যাপটপ কিংবা ট্যাবলেটেও ব্যবহার করা যাবে এই ফিড৷

এছাড়া বাংলা বিভাগের তৈরি ভিডিও প্রতিবেদন, অডিও সাক্ষাৎকার এবং বিভিন্ন ছবিঘর পাওয়া যাচ্ছে মিডিয়া সেন্টারে৷ সম্প্রতি মিডিয়া সেন্টারের লে-আউটে খানিকটা পরিবর্তন করা হয়েছে৷ নতুন ডিজাইন কেমন লাগছে জানাতে পারেন এখানে৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন