1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্রাগ টেস্টে আটকে যাচ্ছে ভারতীয় অ্যাথলেটরা

৪ আগস্ট ২০১০

ভারতে ড্রাগ টেস্টের বেড়া পার হতে ব্যর্থ হচ্ছে অ্যাথলেটরা এবং তাদের সংখ্যা ২০০৭ সালের তুলনায় এখন দ্বিগুনেরও বেশি৷ ক্রীড়া মন্ত্রণালয়ের এক রিপোর্টে এই তথ্য দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/Oblw
বিখ্যাত ভারতীয় অ্যাথলেট পি.টি.ঊষাছবি: UNI

নানা দেশে অ্যাথলেটদের কেউ কেউ বিভিন্ন ধরণের অবৈধ স্টেরয়েড বা হরমোনাল ইঞ্জেকশন নিয়ে থাকে এবং ধরাও পড়ে৷ ভারতে এই প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ক্রীড়া মহল৷ কেননা ৩ থেকে ১৪ অক্টোবর ভারতেই হবে কমনওয়েলথ গেমস৷ তার আগে আয়োজক দেশেই অ্যাথলেটদের ক্রমশ বেশি সংখ্যায় মাদক পরীক্ষায় ফেল করার খবরটা স্বভাবতই সুখকর নয়৷

ভারতের ক্রীড়া মন্ত্রণালয় বুধবার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে পরিসংখ্যান দেয়া হয়েছে৷ রিপোর্টে বলা হয়েছে, ২০০৭ সালে ড্রাগ টেস্ট পার হতে ব্যর্থ হয় ৪৪ জন অ্যাথলেট৷ ২০০৮-এ এই সংখ্যা হয় ৬৯, ২০০৯ সালে ৭৬৷ জুলাই মাস পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১০১৷

এই বৃদ্ধিতে উদ্বিগ্ন ভারতের ক্রীড়া মন্ত্রণালয়৷ তাই ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিয়মবিধির সঙ্গে সঙ্গতি রেখে করা ড্রাগ টেস্টে যারা ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়৷

তবে অ্যাথলেটদের মধ্যে কে বা কারা এসব ড্রাগ টেস্টে উত্তীর্ণ হননি তা ক্রীড়া মন্ত্রণালয় জানায়নি৷ এদের মধ্যে কেউ কেউ আসন্ন কমলওয়েল্থ গেমসে অংশগ্রহণ করছেন কিনা সে সম্পর্কেও কোন তথ্য প্রকাশ করেনি ভারতের ক্রীড়া মন্ত্রণালয়৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক