1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাস্তি বাড়ানো হলো

১৭ নভেম্বর ২০১৩

কোনো প্রতিযোগিতায় পেশির শক্তি বাড়াতে নিষিদ্ধ পদার্থ ব্যবহার বা ডোপিং এর জন্য ঐ খেলোয়াড়কে চার বছরের জন্য নিষিদ্ধ করা হবে৷ এর সঙ্গে কোচ বা কর্মকর্তারা জড়িত থাকলে তাঁরাও আইনের হাত থেকে রেহাই পাবেন না৷

https://p.dw.com/p/1AIoE
Symbolbild Doping:Blutprobe Foto: DW/Stefan Nestler Oktober 2013
ছবি: DW/S. Nestler

ক্রীড়া বিশ্বে ডোপিং নতুন কিছু নয়৷ ফুটবল থেকে অ্যাথলেটিক্স, সাইক্লিং কোথায় নেই ডোপিং৷ আর দিন দিন বেড়েই চলেছে এই ডোপিং৷ সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং-এর ডোপিং স্ক্যান্ডাল নিয়ে৷ আর তাই বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা ডাব্লিউএডিএ শাস্তি বাড়ানোর বিধান করেছে৷

কোনো ক্রীড়া প্রতিযোগিতায় নিষিদ্ধ দ্রব্য বা মাদক ব্যবহার করলে সেই খেলোয়াড়কে শাস্তি হিসেবে দুই বছরের জন্য নিষিদ্ধ করার আইন ছিল৷ শুক্রবার বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা ডাব্লিউএডিএ নতুন যে আইন করেছে তাতে শাস্তি আরো দ্বিগুন হয়েছে৷ অর্থাৎ নিষেধাজ্ঞা দুবছর বাড়িয়ে চার বছর করা হয়েছে৷ এছাড়া অপরাধী খেলোয়াড়রা পরবর্তী অলিম্পিকে অংশ নিতে পারবেন না৷

Astana team rider US Lance Amstrong reacts on the podium after his team won the 4th stage of the Tour de France cycling race, a team time trial over 39km around Montpellier in France, 07 July 2009. EPA/NICOLAS BOUVY +++(c) dpa - Bildfunk+++
সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং-এর ডোপিং স্ক্যান্ডালছবি: picture-alliance/dpa

২০১৫ সালের ১ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে৷ নিষিদ্ধ পদার্থ ব্যবহার করতে যদি কোচ বা কর্মকর্তারা সাহায্য করেন, তবে তাদেরও এই আইনের আওতায় আনা হবে৷ বিশ্বের ক্রীড়া নেতারা এই আইনে সমর্থন দিয়েছেন৷ সংস্থার প্রেসিডেন্ট জন ফাহে জোহানেসবার্গে এক বৈঠকে জানান, বোর্ডটি এই আইনে সমর্থন দিয়েছে৷ দুই বছরের আলোচনা-পর্যালোচনার পর বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার প্রতিনিধির উপস্থিতিতে এই আইন অনুমোদিত হয়৷

যদিও অনেকেরই মতে এটা অনেক বড় শাস্তি নয়৷ কিন্তু আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন বলেছে, চার বছরের নিষেধাজ্ঞায় অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে৷ আইএএএফ বলছে, পুরো প্রক্রিয়াটি বেশ জটিল, সময় সাপেক্ষ এবং এতে ব্যাপক অর্থের অপচয় হবে৷ কিন্তু ডাব্লিউএডিএ প্রেসিডেন্ট ফাহে বলছেন, তিনি এই আইনকে পূর্ণ সমর্থন করেন৷ এটিকে সংস্থার ইতিহাসের সবচেয়ে সাফল্যজনক কনভেনশন বলে মনে করেন তিনি৷

এপিবি/জেডএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য