1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোপেনহেগেন হত্যাকাণ্ড

১৭ ফেব্রুয়ারি ২০১৫

সোমবার সন্ধ্যায় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেছেন ডেনিশ প্রধানমন্ত্রী হেলে টর্নিং-স্মিট৷ শনিবারের গুলিচালনার প্রথম অকুস্থল এই চত্বরের কাছেই৷

https://p.dw.com/p/1EckS
Gedenkveranstaltung in Kopenhagen
ছবি: Reuters/Hanschke

প্রায় ৩০ হাজার মানুষ ঐ ব়্যালিতে সামিল হন; তাঁদের অনেকের হাতে ছিল মশাল৷ টর্নিং-স্মিট জনতাকে বলেন, ডেনমার্কের ‘‘সামাজিক চেতনা'' যারা ‘‘আমাদের ক্ষতি করতে চায়'', তাদের হাত থেকে বাঁচাবে৷

শহরের মুখ্য সিনাগগের প্রহরী ৩৭ বছর বয়সি ড্যান উজান আততায়ীর গুলিতে নিহত হওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন: ‘‘আজ আমি সব ডেনিশ ইহুদিদের বলতে চাই, আপনারা একা নন৷ ডেনমার্কের ইহুদিদের উপর আক্রমণ ডেনমার্কের উপর, আমাদের সকলের উপর আক্রমণ৷''

শনিবার একটি কাফেতে কলা ও বাকস্বাধীনতা সংক্রান্ত একটি আলোচনাচক্র চলার সময় বন্দুকধারী গুলি চালাতে শুরু করে৷ এখানে যে ৫৫ বছর বয়সি অতিথি প্রাণ হারান, পরে তাঁর পরিচয় জানা যায়: তিনি ছিলেন তথ্যচিত্র নির্মাতা ফিন নোয়েরগার্ড৷

পরে আততায়ী কোপেনহেগেনের মুখ্য সিনাগগের উপর আক্রমণ চালিয়ে প্রহরী ড্যান উজানকে হত্যা করে৷ এর কয়েক ঘণ্টা পরে পুলিশ শহরের অভিবাসী অধ্যুষিত নোয়েরব্রো এলাকায় আততায়ীর সন্ধান পায় এবং তার বাসভবনের সামনে সংঘটিত গুলিযুদ্ধে আততায়ী প্রাণ হারায়৷

Dänemark Anschläge in Kopenhagen Attentäter Omar Abdel Hamid El-Hussein SCHLECHTE QUALITÄT
সম্ভাব্য আতাতায়ী ওমর আবদেল হামিদ আল-হুসেইনছবি: Reuters/Danish Police handout/Scanpix

পুলিশ সরকারিভাবে আততায়ীকে শনাক্ত না করলেও, ডেনিশ মিডিয়া জানিয়েছে যে আততায়ী ছিল ২২ বছর বয়সি ওমর আবদেল হামিদ আল-হুসেইন; ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেনিশ নাগরিক, ডেনমার্কেই জন্ম; সহিংসতা ও অস্ত্র আইন লঙ্ঘনের জন্য পুলিশের কাছে পরিচিত৷

ইতিমধ্যে ডেনিশ পুলিশ আরো দু'জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ক্রুডটোনডেন এবং ক্রিস্টালগাডের হত্যাকাণ্ডের আততায়ীকে পরামর্শ দিয়েছে এবং সক্রিয়ভাবে সাহায্য করেছে, বলে পুলিশের অভিযোগ৷ নোয়েরব্রো এলাকার একটি ইন্টারনেট কাফে থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷

তবে আততায়ী যে কোনো ‘টেরর সেল' বা সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য ছিল, কিংবা সিরিয়া অথবা ইরাকে গিয়ে জিহাদিদের কাছে প্রশিক্ষণ পেয়েছিল, তার কোনো হদিশ নেই, বলে পুলিশ জানিয়েছে৷

একটি ছুরিচালনার ঘটনার সঙ্গে যুক্ত থাকার দায়ে আততায়ী বছর খানেক আগে কারাবদ্ধ ছিল৷ কারা কর্তৃপক্ষ তখনই নিরাপত্তা বিভাগকে তার ‘‘চরমপন্থি মনোভাব'' সম্পর্কে জানান৷ দৃশ্যত আততায়ী সে বলেছিল যে, সে সিরিয়ায় ইসলামিক স্টেট জিহাদিদের সঙ্গে যোগদান করতে চায়৷ নিরাপত্তা বিভাগ তার নামে নথিপত্র থাকার কথাও স্বীকার করেছে৷

Die dänische Premierministerin Helle Thorning-Schmidt
প্রধানমন্ত্রী হেলে টর্নিং-স্মিটছবি: picture-alliance/dpa/Pedersen

বিশ্বের নেতৃবর্গ এই আক্রমণের নিন্দা করেছেন৷ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু পুনরায় ইউরোপীয় ইহুদিদের বাস উঠিয়ে ইসরায়েলে আসার পরামর্শ দিয়েছেন, প্যারিসে শার্লি এব্দো পত্রিকার কার্যালয়ে আক্রমণের পর তিনি যেমন ফরাসি ইহুদিদের ইসরায়েলে দেশান্তরী হতে বলেছিলেন৷ ফরাসি ইহুদিদের মধ্যে সত্যিই দেশত্যাগীদের সংখ্যা বেড়েছে, কিন্তু ডেনিশ ইহুদিরা বলেছেন, তারা নিজেদের ডেনিশ বলেই বোধ করেন এবং সন্ত্রাস তাদের ইসরায়েলে যেতে বাধ্য করতে পারবে না৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, জার্মানিতে ইহুদি স্থানগুলি যা-তে সুরক্ষিত থাকে, সেজন্য সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন৷ ম্যার্কেল বার্লিনে বলেন, ‘‘জার্মানিতে যে আবার ইহুদিরা বসবাস করছেন, সেজন্য আমরা সুখি ও কৃতজ্ঞ৷ এবং আজ যে সব ইহুদিরা জার্মানিতে আছেন, আমরা তাদের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করতে চাই৷''

এসি/ডিজি (ডিপিএ, এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য