1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তঃসাংস্কৃতিক গ্রন্থাগার

আন্ড্রেয়া গ্রোস/আরবি২৫ জুলাই ২০১৩

সাত বছর বয়সি নেবি বেশ গর্বের সাথে তার বইগুলি নিয়ে কাউন্টারের দিকে এগিয়ে যায়৷ হাতে একটি জার্মান ও একটি তুর্কি ভাষার বই৷ বাবার সঙ্গে সে প্রতি শনিবার ডুইসবুর্গের পাবলিক লাইব্রেরিতে আসে৷

https://p.dw.com/p/19Db5
ছবি: DW/A.Groß

নেবির বাবা হুসেইন কোকটাস চান যে, বাচ্চারা জার্মান ও তুর্কি এই দুই সংস্কৃতির মাঝে বেড়ে উঠুক৷ ডুইসবুর্গের অন্য অনেক অভিবাসীর মতো হুসেইনের পরিবারও এসেছেন তুরস্ক থেকে৷ তাই তাঁরা লাইব্রেরি থেকে তুর্কি সংগীতের সিডি ও তুর্কি ভাষায় ফিল্ম ধার করেন৷

ডুইসবুর্গের নগর কর্তৃপক্ষ কেন্দ্রীয় গ্রন্থাগারে একটি আন্তঃসাংস্কৃতিক বিভাগ খুলে প্রশংসা কুড়িয়েছেন৷ যাতে অভিবাসীরা জার্মান তথ্য ও বিজ্ঞানের জগতে সহজেই বিচরণ করতে পারেন, এমনটাই আশা নগর কর্তৃপক্ষের৷ শুধু বাবা-মায়েরাই যে তাঁদের বাচ্চা-কাচ্চা নিয়ে এখানে আসেন, তাই নয়৷ কিন্ডারগার্টেনের শিক্ষকারাও বাচ্চাদের গ্রুপ নিয়ে গ্রন্থাগারের এই বিভাগটিতে যাতায়াত করেন৷ এইসব গ্রুপে অভিবাসীদের বাচ্চার সংখ্যাও কম নয়৷ এখানে বাচ্চারা খেলাচ্ছলে খ্রিষ্ট ও ইসলাম ধর্মের পার্থক্য বুঝতে পারে৷ যেমন ইস্টার ও ঈদ উৎসবের মধ্যে তারতম্যটা তাদের কাছে পরিষ্কার হয়৷ এছাড়া স্কুল থেকেও ছাত্র-ছাত্রীরা আসে বিদেশি ভাষায় বইপত্র ধার নিতে৷

Außerschulische Lernorte: Internationale Kinderbibliothek Duisburg
এখানে এলে বাচ্চারা বই নিয়ে দারুণ ব্যস্ত হয়ে পড়ে যে আশেপাশের কিছুই খেয়াল থাকেনাছবি: DW/A.Groß

ডুইসবুর্গের প্রায় এক তৃতীংশ বাসিন্দাই অভিবাসী

ডুইসবুর্গ একটি শিল্প ও কলকারখানা অধ্যুষিত শহর৷ ১৯৬০ এর দশক থেকে কয়লা ও ইস্পাত শিল্প প্রতিষ্ঠানগুলি পূর্ব ও দক্ষিণ ইউরোপ এবং তুরস্ক থেকে কর্মী আনা শুরু করে৷ কেননা জার্মানিতে তখন শ্রমশক্তির অভাব দেখা দিয়েছিল৷ আজ পাঁচ লক্ষ অধিবাসীর শহর ডুইসবুর্গের প্রায় এক তৃতীংশই অভিবাসী৷ ১৯৭৪ সাল থেকে একটি বাসকে ভ্রাম্যমান গ্রন্থাগার বানিয়ে শহরের নানা জায়গায় বিদেশি ভাষার বই আগ্রহীদের কাছে পৌঁছে দেওয়া শুরু হয়েছিল৷ গ্রন্থাগারের আন্তর্জাতিক শিশু বিভাগটি অবশ্য ২০১১ সালে স্থাপিত হয়৷ যেখানে ১৩টি ভাষায় বই পুস্তক রয়েছে৷

ব্যক্তিগত অভিজ্ঞতা

আমি ডুইসবুর্গ শহরে বসবাস করি বলে পাবলিক লাইব্রেরিতে যাতায়াত বহুদিনের৷ কিন্তু তুলনামূলকভাবে নতুন বলে আন্তর্জাতিক শিশু বিভাগটি খুঁটিয়ে দেখা হয়নি৷ এই লেখার সূত্রে চলে গেলাম সেখানে৷ বিভাগটির দায়িত্বে আছেন ইলমাজ হোলটৎস এরশাহিন৷ পরিচয় দিতে উষ্ণ অভ্যর্থনা জানালেন সদালাপী মানুষটি৷ এই ফাঁকে তাঁর নামের উচ্চারণটা জিজ্ঞেস করে নিলাম৷ জার্মান স্ত্রীর পদবিটিও জুড়ে নিয়েছেন তিনি নিজের নামের সাথে৷

বহু বইপত্র, সিডি, ডিভিডি রয়েছে এই বিভাগে

২০০০-এর মতো বইপত্র, সিডি, ডিভিডি রয়েছে এই বিভাগে৷ এখন আরবি গ্রন্থগুলি চলছে দারুণ৷ ‘‘এই রকম বই আমার আরো কেনার ইচ্ছার আছে'', বললেন এরশাহিন৷ তবে এই ধরনের গ্রন্থ অন্যান্য ভাষায়, যেমন রুমেনীয় ও আলবেনীয় ভাষায় থাকলে ভালো হতো৷ কারণ এই সব দেশ থেকে অনেক পরিবার ইদানীং জার্মানিতে আসছেন, জানান এরশাহিন৷

বইপত্র ছাড়াও বাচ্চাদের জন্য প্রতি মাসে নানা ভাষায় একটি বই পাঠের অনুষ্ঠান ও থিয়েটারের আয়োজন করে ডুইসবুর্গের পাবলিক লাইব্রেরি৷

এখন তুর্কি, গ্রিক কিংবা ফরাসি বাচ্চাদের জন্যই এইসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে৷ ভবিষ্যতে অন্যান্য ভাষাতেও এই ধরনের কর্মসূচি রাখা হবে বলে জানালেন হলটৎস৷ অনেক সময় বয়স্করাও কৌতূহলী হয়ে দাঁড়িয়ে যান কোনো অনুষ্ঠান চলতে দেখলে৷ হয়ত বা ভাষাটা তাঁদের কাছে পরিচিত মনে হয়, তাই আগ্রহ নিয়ে গল্পটা শুনতে চান তাঁরা৷

Außerschulische Lernorte Bibliothek Duisburg Kinderbibliothek Kinderbuch Buch Kinderbücher
বিভাগটির দায়িত্বে আছেন ইলমাজ হোলটৎস এরশাহিন৷ তাঁর হাতে সুইডিশ লেখিকার আরব ভাষায় অনূদিত বিখ্যাত বাচ্চাদের বই ‘পিপি লাংস্ট্রুম্ফ’ছবি: DW/A.Groß

বিভিন্ন সংস্কৃতিকে এক সাথে করতে পারা

বিভিন্ন সংস্কৃতিকে এক সাথে করতে পারাটাই ইলমাজ হোলটৎস এরশাহিনের আন্তরিক ইচ্ছা৷ আর সেই আকাঙ্খা অনেকটা পূরণও করতে পেরেছেন তিনি৷ জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর পক্ষ থেকে বিশেষ মর্যাদা পেয়েছে ডুইসবুর্গের কেন্দ্রীয় গ্রন্থাগারটি৷ সাংস্কৃতিক বৈচিত্র্যকে সংরক্ষণ ও সহায়তা দেওয়ার জন্য ইউনেস্কোর ক্যালাইডোস্কোপ বা বিশেষ তালিকায় স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি৷ উল্লেখ্য বিভিন্ন দেশের দৃষ্টান্তমূলক সামাজিক প্রকল্পগুলিকে এই তালিকায় নেওয়া হয়৷

ইলমাজ হোলটৎস এরশাহিনের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তাঁকে প্রশ্ন করলাম, এখানে বাংলা বই রাখা যায় না? তিনি বললেন, ‘‘অবশ্যই, সাহায্য ও সহযোগিতা পেলে এই উদ্যোগটা নিতে পারি এখনই৷'' এরপর একটু হেসে তাঁর ভিজিটিং কার্ডটা বাড়িয়ে দিলেন আমার দিকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য