1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডায়াবেটিস দমন

৬ অক্টোবর ২০১২

সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৩০ কোটির মত৷ জার্মানিতেই ৭০ লক্ষেরও বেশি ডায়াবেটিস রোগী আছেন৷ মোট জন সংখ্যার প্রায় নয় শতাংশ৷ তাই রোগটিকে দমন করতে নানা রকম থেরাপি ও ওষুধপত্র বের করার চেষ্টা করছেন গবেষকরা৷

https://p.dw.com/p/16LVo
ছবি: Fotolia/Zsolt Biczó

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ২০৩০ সাল নাগাদ ৪০ কোটিতে দাঁড়াবে৷ বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের মত উন্নয়নশীল দেশগুলিতে রোগটির অগ্রযাত্রা বেড়েই চলেছে৷ এর প্রধান কারণ সেখানকার মানুষদের জীবনযাত্রায় পরিবর্তন৷ স্থূলতা, চলাফেরার অভাব, মন্দ খাদ্যাভ্যাস ইত্যাদি রোগটিকে বিশেষ করে প্রভাবিত করে৷ ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি এ ক্ষেত্রে নিবিড় গবেষণা চালিয়ে যাচ্ছে৷ এটা একটা লাভজনক ব্যবসাও৷

ইন্সুলিনে নির্ভরশীলতা

ডায়াবেটিস বা বহুমূত্র রোগটি দুই ধরনের হয়ে থাকে: টাইপ ১ ও টাইপ ২৷ সাধারণত অল্পবয়সীরা আক্রান্ত হয় টাইপ ১ ডায়াবেটিসে৷ যেমনটি দেখা যায় অলিভারের ক্ষেত্রে৷

হঠাৎ করেই সে ক্লান্তি বোধ করতে শুরু করে৷ তার ওপর আবার ওজন কমে যাওয়ার লক্ষণ দেখা দেয়, বেড়ে যায় মূত্রত্যাগের বেগও৷ তখন অলিভারের বয়স ছিল ১৮৷ ১০ বছর ধরে হানোফার শহরের এই ছাত্র দৈনিক ইনসুলিন ইঞ্জেকশন নিচ্ছে৷

অলিভার জানায়, ‘‘রাতে বিছানায় যাবার আগে আমি ইনসুলিন ইঞ্জেকশন নেই৷ এটা ২৪ ঘণ্টা কাজ করে৷ কিন্তু তবুও আমি খাওয়ার আগে কিংবা খালি পেটে রক্ত পরীক্ষা করে দেখি৷ প্রয়োজন হলে দ্রুত কাজ করে, এই রকম ইন্সুলিন দিয়ে আরো একটু নিয়ে খাপ খাইয়ে নেই৷ তার মানে সারাটা দিনই রোগের ব্যাপারটা মাথায় থাকে৷ খাওয়া দাওয়াও চিন্তাভাবনা করে করতে হয়৷''

Medizin Diabetes Symbolbild Fettleibigkeit Mann mit dickem Bauch und Meßband
স্থূলতা, চলাফেরার অভাব, মন্দ খাদ্যাভ্যাস ইত্যাদি ডায়াবেটিসকে বিশেষ করে প্রভাবিত করেছবি: Fotolia/PeJo

অ্যান্টিবডির আশ্রয়

অল্পবয়সীদের যাতে সবসময় টাইপ ১ ডায়াবেটিস নিয়ে মাথা ঘামাতে না হয়, সেজন্য গবেষকরা ইনসুলিনের বিকল্প কিছু আবিষ্কারের চেষ্টা করছেন৷ এর মধ্যে একটি পদ্ধতি হল, দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে ইনসুলিন উৎপাদনকারী বেটাসেলগুলিকে আক্রমণ করতে না পারে, সে জন্যে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করা৷

হানোফার শহরের মেডিকেল ইউনিভার্সিটির এল্মার ইয়েকেল এই প্রসঙ্গে জানান ‘‘এটা রোগনির্ণয়ের সময় দেয়া এককালীন এক থেরাপি৷ এরপর রোগীকে আর চিকিৎসা দিতে হয় না৷ একবারই দিতে হয় বলে এক আকর্ষণীয় পদ্ধতি এটি৷ এর মূল লক্ষ্য: রোগ নির্ণয়ের সময় টিকে থাকা বেটাকোষগুলিকে রক্ষা করা ও কাজে লাগানো৷''

আন্তর্জাতিক ক্লিনিক্যাল গবেষণায় এই পদ্ধতি নিয়ে মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে৷ এতে হানোফার'এর মেডিকেল ইউনিভার্সিটিও অংশ নিয়েছে৷ তবে ফলাফলটা পাওয়া গেছে বিভিন্ন রকমের৷ ইউরোপ ও অ্যামেরিকার হালকা পাতলা দেহের তরুণ ডায়াবেটিস রোগীরা অ্যান্টিবডির উপাদান থেকে উপকার পেয়েছে৷ কিন্তু এশিয়ান অঞ্চলের রোগীরা আশাব্যঞ্জক তেমন কিছু দেখাতে পারেনি৷

এল্মার ইয়েকেল জানান, ‘‘আমরা মনে করি টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পেছনে এশিয়ার দেশগুলিতে অন্যান্য কারণ থাকতে পারে৷ জিনগত ও পরিবেশগত কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে৷ এই দুটোই এশিয়ার দেশগুলিতে ভিন্ন রকমের হতে পারে৷ এছাড়া সেখানকার পরীক্ষিত ব্যক্তিরা স্থূল আকৃতির ছিলেন৷''

রক্তের স্টেমসেল

আরো কিছু গবেষণার মাধ্যমে বোঝা যাবে, কেন টাইপ ১ ডায়াবেটিস রোগীদের সবার ক্ষেত্রে অ্যান্টিবডির উপাদান কাজে লাগছে না৷ অন্যদিকে ব্রাজিলের গবেষকরা স্টেম সেল নিয়ে গবেষণা করছেন৷ এই পরীক্ষায় তরুণ রোগীদের নিজেদের দেহ থেকে নেয়া রক্তের স্টেমসেল আবার ঢুকিয়ে দেয়া হয় তাদের শরীরে৷ এক্ষেত্রেও রয়েছে ইমিউন সিস্টেমকে সতেজ করার প্রচেষ্টা৷ যাতে শরীরের বেটা সেলগুলি আর ধ্বংস হতে না পারে৷ এ ব্যাপারে ক্লিনিক্ল্যাল পরীক্ষায় আশার আলো দেখা যাচ্ছে৷

আর একটি পদ্ধতি নিয়ে ইসরায়েল, অ্যামেরিকা ও জার্মানিতে চিন্তাভাবনা করা হচ্ছে৷ যাতে দৃষ্টি দেয়া হয়েছে লিভারের দিকে৷ এল্মার ইয়েকেল'এর ভাষায়, ‘‘এবিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে৷ আমাদের দেহে প্রচুর পরিমাণে লিভার সেল রয়েছে , যেগুলি প্রতিনিয়ত পুনর্গঠিত হচ্ছে৷ এই কোষগুলির আচার আচরণ পরিবর্তন করে ইনসুলিন প্রস্তুককারী সেলে রূপান্তরিত করা যায় কিনা, সে ব্যাপারে পরীক্ষা চলছে৷ প্রাণীর ক্ষেত্রে সাফল্যও দেখা গেছে৷ মানুষের ক্ষেত্রে এটা একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি হতে পারে কিনা, তা বোঝা যাবে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে৷''

টিকা পদ্ধতি

তবে টাইপ ১ ডায়াবেটিস দমন করার ব্যাপারে আর একটি পদ্ধতি বেশ কিছুটা এগিয়ে রয়েছে৷ আর তা হল টিকা দিয়ে এই প্রকারের ডায়াবেটিস দমন করা৷ কয়েকটি ক্লিনিক্যাল পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে৷ হয়তো বছর তিনেকের মধ্যে প্রথম টিকাটি বাজারে আসবে৷ অন্যদিকে ডায়াবেটিস টাইপ ২-এর ক্ষেত্রে একটি ভাল খবর রয়েছে৷ আর তা হল, একটি ওষুধ কিছুদিনের মধ্যেই অনুমোদন পেতে যাচ্ছে, যার নাম ‘ফরক্সিগা'৷ এর সাহায্যে কিডনিকে এমনভাবে উদ্দীপিত করা হবে, যাতে রক্তের অতিরিক্ত শর্করা মূত্রের মাধ্যমে বের হয়ে যায়৷ সেক্ষেত্রে রোগীদের আর ইন্সুলিন নেয়ার প্রয়োজন পড়বে না৷

প্রতিবেদন: মিশায়েল এঙেল /আরবি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য