1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিন্তু কিভাবে?

২৩ মে ২০১৩

ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-কে বলছেন, ডর্টমুন্ডের পক্ষে জার্মান ফুটবলে বায়ার্নের আধিপত্য ভাঙা অসম্ভব হবে, যদি ক্লাবের সেরা খেলোয়াড়রা এইভাবে ক্লাব ছেড়ে চলে যায়৷

https://p.dw.com/p/18cAj
Fußball Bundesliga 32. Spieltag: Borussia Dortmund - FC Bayern München am 04.05.2013 im Signal Iduna Park in Dortmund (Nordrhein-Westfalen). Dortmunds Felipe Santana (l) und Bayerns Thomas Müller unterhalten sich während des Spiels. Foto: Bernd Thissen/dpa
ছবি: picture-alliance/dpa

কথা হচ্ছিল ডর্টমুন্ডের প্রাক্তন তারকা শিনজি কাগাওয়াকে নিয়ে৷ ২৪ বছর বয়সি এই জাপানি খেলোয়াড় গতবছর ডর্টমুন্ড ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে চলে যান৷ মরশুমের শেষে লিগ চ্যাম্পিয়ন হবার কথাটা কাগাওয়া কতটা উপভোগ করতে পেরেছেন, সেটা অন্য কথা, কেননা তাঁকে অধিকাংশ সময় বেঞ্চে বসে কাটাতে হয়েছে, কিংবা তাঁকে নামানো হলেও, তাঁর পক্ষে অপরিচিত লেফ্ট-মিডফিল্ড পজিশনে খেলতে হয়েছে৷

‘‘শিনজি কাগাওয়া বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন৷ এখন ম্যানচেস্টার ইউনাইটেডে তাকে বিশ মিনিট খেলতে দেওয়া হয় – তাও লেফ্ট উয়িং-এ,'' গার্ডিয়ানকে বলেছেন ক্লপ৷ ‘‘(দেখলে) আমার বুক ভেঙে যায়৷ সত্যি, আমার চোখে জল আসে৷ শিনজির সেরা ভূমিকা হল সেন্ট্রাল মিডফিল্ড৷ ও হলো আক্রমণাত্মক মিডফিল্ড, আর ওর মতো গোলের সুযোগ দেখার ক্ষমতা আমি খুব কমই দেখেছি৷''

‘‘কিন্তু অধিকাংশ জাপানির কাছে ম্যান ইউ-এর হয়ে খেলা ডর্টমুন্ডের হয়ে খেলার চেয়ে বেশি দামি৷ ও যখন চলে যায়, তখন আমরা ২০ মিনিট পরস্পরের গলা জড়িয়ে ধরে কেঁদেছি,'' স্মরণ করেছেন ক্লপ৷ কাগাওয়ার যাওয়াই প্রথম কিংবা শেষ যাওয়া নয়৷ তার বছর খানেক আগে নুরি সাহিন ডর্টমুন্ড ছেড়ে রেয়াল মাদ্রিদে যায় – ‘‘কেননা রেয়াল হলো বিশ্বের সবচেয়ে বড় ক্লাব,'' বলেছেন ক্লপ৷

ডর্টমুন্ডের আক্রমণাত্মক মিডফিল্ডার মারিও গোয়েটৎসে আগামী মরশুমে বায়ার্নে যোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ৷ আরো বড় কথা, পোল্যান্ড তথা ডর্টমুন্ডের স্টার স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকেও নাকি টানার চেষ্টা করছে বায়ার্ন৷ সব মিলিয়ে ক্লপের কথা হলো: ক্লাবের সেরা প্লেয়াররা যদি ক্লাবে না থাকে, তাহলে ডর্টমুন্ড জার্মান ফুটবলে বায়ার্নের আধিপত্য চ্যালেঞ্জ করবে কি করে?

‘‘প্লেয়াররা যদি ধৈর্য ধরে, তাহলে আমরা এই দলকে বিশ্বের সেরা দলগুলোর পর্যায়ে তুলতে পারি,'' এই হলো ক্লপের বিশ্বাস৷ এবং ক্লপ নিজেও ধৈর্য ধরতে জানেন৷ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অভিমুখে ডর্টমুন্ডের কুচকাওয়াজের পর ক্লপের নাম ইউরোপের একাধিক নামি-দামি ক্লাবের সঙ্গে জড়ানো হয়েছে৷ কিন্তু ক্লপ আপাতত কোথাও যেতে রাজি নন৷

Bildnummer: 13531644 Datum: 04.05.2013 Copyright: imago/MIS 04.05.2013, Fussball 1.Bundesliga 2012/2013, 32.Spieltag, Borussia Dortmund - FC Bayern München, Nach der Roten karte für Rafinha gibt es Tumulte an der Trainerbank zwischen Sportdirektor Matthias Sammer (li, Bayern München) und Trainer Jürgen Klopp (re, Dortmund) ; Fussball GER 2012 2013 xcb x0x 2013 quadrat Aufmacher premiumd Fussball Soccer Football Herren Männer Fußball Deutschland 1.Liga Liga1 saison 2012 / 2013 12/13 saison1213 2012/13 BVB Image number 13531644 date 04 05 2013 Copyright imago MIS 04 05 2013 Football 1 Bundesliga 2012 2013 32 Matchday Borussia Dortmund FC Bavaria Munich After the Red Card for Rafinha gives it Riots to the Trainer Bank between Sports Director Matthias Sammer left Bavaria Munich and team manager Jürgen Klopp right Dortmund Football ger 2012 2013 x0x 2013 Square Highlight premiumd Football Soccer Football men Men Football Germany 1 League Season 2012 2013 12 13 2012 13 Borussia
বায়ার্নের এক কর্মকর্তার সঙ্গে বাকযুদ্ধে ডর্টমুন্ড কোচছবি: imago/MIS

‘‘বহু ক্লাব আছে, যেখানে আমি যদি আজ গিয়ে বলি: ‘প্রস্তাব দাও,' তাহলে তারা দৌড় দিয়ে আসবে৷ কিন্তু আমার তা-তে আগ্রহ নেই৷ আমার কাছে এখন এটাই হলো বিশ্বের সবচেয়ে কৌতূহলোদ্দীপক ফুটবল প্রকল্প৷ তিন থেকে চার বছর বাদে যদি কেউ আমাকে চায়, তবে তা নিয়ে কথা বলা যেতে পারে৷''

এসি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য