1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘টেরেব্লসেঁ সমকামী ছিলেন!’

১১ এপ্রিল ২০১০

দক্ষিণ আফ্রিকার উগ্র বর্ণবাদী নেতা ইউজিন টেরেব্লসেঁ সমকামী ছিলেন! গত সপ্তাহে তিনি নিজ প্রতিষ্ঠানের দুই কর্মীর হাতে খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷

https://p.dw.com/p/MtGx
ইউজিন টেরেব্লসেঁ (মাঝে)ছবি: AP

তবে ঐ দু'কর্মীর একজনের আইনজীবী দাবি করেছেন, খুন হওয়ার আগে টেরেব্লসেঁ তাঁর মক্কেলের সঙ্গে যৌনকর্ম করতে চেয়েছিলেন৷ এর পরপরই দক্ষিণ আফ্রিকার পুলিশ খুনের সঙ্গে এর যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখতে শুরু করেছে৷

তদন্তের সঙ্গে জড়িত এক কর্মকর্তা বলেছেন, তাঁরা অভিযুক্তদের পরিধেয় কাপড় পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে যৌনকর্মের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় কি না৷ তবে টেরেব্লসেঁর দল আফ্রিকানের রেজিসটেন্স মুভমেন্ট বা এডব্লিউবি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে৷


উল্লেখ্য, টেরেব্লসেঁকে গত সপ্তাহে তাঁর নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়৷ এই ঘটনার পর পুলিশ ২৮ ও ১৫ বছর বয়সী দুই ব্যক্তিকে গ্রেফতার করে৷ কাজের মজুরি না পাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে টেরেব্লসেঁ খুন হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল৷

সাবেক পুলিশ অফিসার টেরেব্লসেঁ আগাগোড়াই ছিলেন একজন বর্ণবাদী নেতা৷ দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ ফার্ম মালিকদের আধিপত্য প্রতিষ্ঠায় তিনি ১৯৭২ সালে গড়ে তোলেন এডব্লিউবি দলটি৷ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরও অব্যাহত ছিল এই দলটির অপতৎরতা৷ ১৯৯৪ সালে বোমা হামলার পেছনে ভূমিকা রাখার দায় তিনি পরবর্তীতে স্বীকার করেন৷ এছাড়া কৃষ্ণাঙ্গদের ওপর হামলার জন্য বছর তিনেক জেলও খাটতে হয়েছিল তাঁকে৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : রিয়াজুল ইসলাম