1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিভি দেখলেই বাচ্চারা মোটা হয় না, বলছে গবেষণা

৯ জুলাই ২০১১

আধুনিক বাচ্চারা বাইরে খেলে কতটুকু? বরং তারা টিভি দেখে বেশি, খেলে ভিডিও গেমস নিয়ে৷ তার ফলে কি তারা মোটা হওয়া রোগের শিকার হচ্ছে? ক্যানাডার এক গবেষণা কিন্তু তেমন বলছে না৷

https://p.dw.com/p/11s18
ছবি: AP

তিন হাজার বাচ্চাকে নিয়ে পরীক্ষা আর গবেষণা চালিয়েছিলেন টোরান্টোর অসুস্থ শিশুদের নিয়ে গবেষণা চালানোর হাসপাতালের চিকিৎসক ক্যাথারিন বির্কেন৷ দীর্ঘমেয়াদী এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা এই গবেষণার পর তাঁর সিদ্ধান্ত, না, টিভি দেখলে বা ভিডিও গেমস খেললেই যে বাচ্চারা মোটা হয়ে যায়, এটা ঠিক নয়৷

মোট তেরোটা বড়মাপের গবেষণা চালিয়েছিল ক্যাথারিনের দলবল৷ এই গবেষণায় তিন হাজার বিভিন্ন বয়সের বাচ্চা, তাদের বাবা মা, তাদের স্কুল এবং অন্যান্য বিষয়আশয়কে ঘিরে নেওয়া হয়৷ দেখা যায়, এইসব শিশুরা গড়ে প্রতিদিন চার ঘণ্টা করে টিভি দেখে বা ভিডিও গেমস নিয়ে মত্ত থাকে৷ গত এক দশক ধরে শিশুদের মধ্যে অতি ওজনের বা মোটা হওয়ার সমস্যা ক্রমশ আরও বেড়ে যাওয়ায় তার জন্য দায়ী করা হচ্ছিল টিভিকে৷ কিন্তু ক্যাথারিন বির্কেনের গবেষণার ফলাফল সব বদলে দিল আবার৷

শিশুদের বাইরে খেলাধুলা করতে পাঠানোর জন্য বাপ মায়ের ওপর চাপ সৃষ্টি করার পরামর্শ দিয়েছেন ক্যাথারিন৷ সংবাদসংস্থা রয়টার্সের কাছে নিজের দলের গবেষণালব্ধ ফলাফল জানাতে গিয়ে তিনি বলেছেন, বাচ্চাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা যে বেড়ে চলেছে, বিশেষ করে নতুন প্রজন্মে, তাতে কোথাও কোন সন্দেহ নেই৷ কিন্তু, তার সমাধান নেই এটা বললে ভুল হবে৷

সমাধান আছে অবশ্যই৷ আর সেটা হল, বাচ্চাদের জোর করে কিছু খেলাধুলা করতে বাধ্য করা৷ যাতে শরীরে মেদ জমতে না পারে৷ আর তাদের খাদ্যাভ্যাসে শর্করা বা অতি মাত্রায় তেল এবং চর্বির মাত্রা কমানো৷ সেইসঙ্গে অভিভাবকদেরও শিশুদের মধ্যে টিভি দেখা বা ভিডিও গেমস নিয়ে সারাক্ষণ আটকিয়ে রাখার চাইতে অন্য কোন সমাধানসূত্র বের করার পথ খুঁজতে হবে৷ অর্থাৎ তাদেরও কুঁড়ে হয়ে গেলে চলবে না৷ আর এইসবই শুরু করা দরকার একটি শিশু স্কুলে যাওয়ার আগে থেকে৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই